সোমালিয়া ওয়েব নিউজ: এও এক অভাবনীয় আবিষ্কার। নতুন সূর্যের জন্ম দেখল নাসার জেমস ওয়েব। চারিদিকে ধুলোর কুণ্ডলী। যা ফিতের মত করে ছড়িয়ে আছে। ছোট ম্যাজেলানিক মেঘ জমে আছে বিশাল এলাকা জুড়ে। যা এই ধুলো থেকেই তৈরি হয়েছে। যা ঝলমল করছে সর্বত্র। এভাবে তৈরি হয়েছে একটি ক্লাস্টার। যা থেকে একটি নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে। কীভাবে হচ্ছে সেটাই দেখা গেল। যা তৈরি হচ্ছে ২ লক্ষ আলোকবর্ষ দূরে।এসবই নতুন বছরে দেখতে পেল নাসার টেলিস্কোপ জেমস ওয়েব। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই টেলিস্কোপ ২০২২ সালে একের পর এক চমক দিয়েছে। বিজ্ঞানকে নতুন নতুন উপহার দিয়েছে। বহু বহু দূরের মহাজাগতিক সব বিস্ময় একের পর এক তুলে এনেছে নাসার এই দূরবীন। যা মহাকাশ গবেষণার মোড় ঘুরিয়ে দিয়েছে। এবার সে দেখতে পেল একটি নতুন তারার জন্ম। কীভাবে একটি নতুন নক্ষত্র জন্ম নেয় তা দেখতে পেল নাসার এই টেলিস্কোপ। এখানে বলে রাখা ভাল ২ লক্ষ আলোকবর্ষ দূরের এই ছবি এখন জেমস ওয়েব দেখতে পেল মানে কিন্তু ওই নক্ষত্রটি জন্ম নিয়েছে বা জন্ম নিচ্ছিল আজ থেকে ২ লক্ষ বছর আগে। সেটাই এখন দেখা গেল।
![]()

More Stories
অ্যান্টি-ওবেসিটি ওষুধের চাহিদা তুঙ্গে
ডায়াবিটিস ও হার্ট–স্ট্রোক রোধে যুগান্তকারী ওষুধ ‘রাইবেলসাস’
৭২ ঘণ্টা উপবাসে রোগপ্রতিরোধ ব্যবস্থার পুনর্জন্ম — যুগান্তকারী গবেষণার দাবি মার্কিন বিজ্ঞানীদের