October 5, 2025

সিনেমা হলে ‘পাঠান’ ছবির বুকিং নিয়ে টলিউড অভিনেতাদের তোপ

সোমালিয়া ওয়েব নিউজ: ‘পাঠান’ দেখতে হলে হলে ভিড় জমাচ্ছেন শাহরুখ ভক্তরা। এই পরিস্থিতিতে এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন টলিউড অভিনেতা তথা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।তাঁর অভিযোগ, দাদাগিরি শুরু করেছে বলিউড। মুম্বাইয়ের ডিস্ট্রিবিউটররা শর্ত করে সমস্ত শোয়ের দখল নিচ্ছে। যার ফলে জায়গা পাচ্ছেনা টলিউড। এবার পরিচালকের সুরে সুর মেরালেন টলিউড জগতের আর এক পরিচালক, অভিনেতা তথা বর্ষীয়ান সঙ্গীত শিল্পী অঞ্জন দত্ত।সাধারণতন্ত্র দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। লেখেন, ‘বলিউড এক সুপারস্টার এর ছবি নিয়ে একটু বেশি মাতামাতি করছে মুম্বাই। জায়গা দেওয়া হচ্ছে না বাংলা সিনেমাকে। এটা খুবই লজ্জাজনক বিষয়’। তিনি আরও লেখেন, ‘প্রযোজক এবং পরিচালকদের পাশে দাঁড়িয়ে আমি এই কথাটা বলছি। যাদের বাংলা সিনেমা দেখতে ভালো লাগে তারা কিছুটা সময় অপেক্ষা করুন হয়তো আবারও নিজের জায়গা ফিরে পাবে টলিউড’।উল্লেখ্য, গত শুক্রবার অর্থাৎ চলতি মাসের ২০ তারিখ বড় পর্দায় মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ একাধিক অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীদের।হাতে গোনা  মাত্র কটা দিন সিনেমা হলে দেখানো হয়েছে এই টলিউড ছবি। এরপরই হলের সমস্ত শো বুকিং করছে ‘পাঠান’। আর এই ঘটনা নিয়ে ক্ষোভে  ফুঁসছেন টলিউডের পরিচালকরা।

Loading