সোমালিয়া ওয়েব নিউজ: তেমনই এক খাবার খেতে গিয়ে বিপত্তি। রেস্তোরাঁয় গিয়ে অক্টোপাস অর্ডার করেছিলে চিনের এক ব্যক্তি।খাবার সার্ভ করার পর তিনি দেখেন তাঁকে ব্লু-রিংড অক্টোপাস দেওয়া হয়েছে। সেই অক্টোপাস দেখে সন্দেহ হয় ওই ব্যক্তির। তিনি সেই অক্টোপাসের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি নজরে আসে এক সায়েন্স ব্লগারের।
প্রসঙ্গত, অনেক দেশে অক্টোপাস হয়। তবে এমন অনেক ধরনের অক্টোপাস রয়েছে যা বিষাক্ত। ওই সব বিষাক্ত অক্টোপাস কোনও ভাবে পেটে গেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মানুষের। সম্প্রতি এমনই ঘটেছিল এক ব্যক্তির সঙ্গে। চিনের বাসিন্দার সার্ভ করা অক্টোপাস দেখেই সন্দেহ হয়। তিনি সেই অক্টোপাসের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি নজরে আসে এক সায়েন্স ব্লগারের।তিনি সঙ্গে সঙ্গে জানান, এই ধরনের অক্টোপাস খুবই বিষাক্ত। তা খেলে খুব দ্রুত মৃত্যু ঘটতে পারে কোনও মানুষের। চিনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই চিনা ব্যক্তি চিনের গুয়াংদং প্রদেশের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানেই অক্টোপাসের পদ অর্ডার দেন তিনি।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু