সোমালিয়া ওয়েব নিউজ: স্ত্রী রত্নাকে ছেড়ে বহুদিন বান্ধবী বৈশাখীকে নিয়ে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৈশাখীর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর স্বামীর সঙ্গে। তবে শোভন-রত্নার আইনি বিচ্ছেদ হয়নি এখনও। ডিভোর্সের মামলায় আলিপুর আদালত চত্বরে দাঁড়িয়ে বৈশাখীকে লক্ষ্য করে একের পর এক মন্তব্য করেছিলেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না। রত্না প্রশ্ন তোলেন, কেন সিঁদুর পড়েন বৈশাখী? ওনার তো ডিভোর্স হয়ে গেছে। নিজের মেয়েটাকে কেন বার বার আমার স্বামীর সন্তান বলে সব জায়গায় পরিচয় দেওয়ার চেষ্টা করছেন? তারই জবাব দেন শোভন। স্পষ্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সিঁদুর পরতে বলেছেন তিনিই। রত্না চট্টোপাধ্যায়ের তোলা প্রশ্নের জবাবে ‘আমার সুরক্ষাকবচ’ বলে শোভনের উত্তর দেওয়া ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেছেন বৈশাখী। সেই ভিডিয়োয় রত্নাকে শোভনের পাল্টা প্রশ্ন, ‘আপনি (রত্না) এ সব নিয়ে প্রশ্ন তোলার কে?’ তিনি বলেছেন, ‘জেনে রাখুন, বৈশাখীকে সিঁদুর পরার অনুরোধ আমিই করেছিলাম। উপদেশ যদি কেউ দিয়ে থাকে তার নাম শোভন চট্টোপাধ্যায়।’ শোভন এও বলেন, ‘আমি যতদিন বেঁচে থাকব বৈশাখী ততদিন সিঁদুর ও মঙ্গলসূত্র পরবেন। যাতে ওঁর শ্রীবৃদ্ধি হয়।শোভনের বক্তব্য, ২২ বছরের সংসারের পরেও তিনি মনে করেন ২২ বছরের সেই সম্পর্ক ছিল তাঁর জীবনের ‘বড় ভুল’
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক