সোমালিয়া ওয়েব নিউজ: পড়াশোনা কি দিন দিন বাচ্চাদের মনের মধ্যে ফাঁস হয়ে বসেছে? তাদের স্বাভাবিক বিকাশে কি বাধা সৃষ্টি করছে? ছোটবেলার হাসি-আনন্দ উচ্ছলতা কি পড়াশোনার চাপে হারিয়ে যেতে বসেছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা মিনিট খানেকের ভিডিও সেই প্রশ্নকেই আবার সামনে এনে দিল। ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অনেকেই এই ভিডিও দেখে ছোট্ট বাচ্চার মুখে পাকা পাকা কথা শুনে বেশ উপভোগ করছেন। কিন্তু ছোট্ট একটা ছেলের ওই মন্তব্যের মধ্য দিয়ে পড়াশোনার জন্য যে মানসিক চাপ ফুটে উঠেছে তা কিন্তু খুবই ভয়াবহ। এর থেকে বেরিয়ে আসতে না পারলে আগামী দিনে শৈশব যে একেবারেই সংকটের মুখোমুখি হতে চলেছে কোন সন্দেহ নেই। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি দুধের শিশু, কতই বা বয়স হবে তার, খুব বেশি হলে তিন-চার বছর, পড়তে বসে কান্নাকাটি করছে। যিনি পড়াচ্ছেন সম্ভবত তিনি ওই বাচ্চার মা কিংবা দিদিমণি হতে পারেন। ওই বাচ্চা তাঁর কাছে বায়না ধরেছে, কিছুতেই সে আর পড়বে না। কারণ তার পড়াশোনা করতে একদমই ভালো লাগছে না। তখন ওই মহিলা জিজ্ঞাসা করেন, তাহলে তার কি করতে ইচ্ছে করছে। তখন ওই বাচ্চা জানায়, তার বিয়ে করতে ইচ্ছে করছে। সে শ্বশুরবাড়িতে চলে যাবে। সেখানে গিয়ে থাকবে।
ছোট্ট ছেলের মুখে এই কথা শুনে অনেকেই হয়তো মজা পাচ্ছে। কিন্তু এখানে তার বিয়ে করার থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে পড়াশোনা না করতে চাওয়াটা। অর্থাৎ সে পড়াশোনার জায়গা থেকে রেহাই পেতে চেয়েছে। তাই সে পড়াশোনার জায়গা থেকে পালিয়ে যেতে চাইছে। এখানে ‘শ্বশুরবাড়ি’ যেতে চেয়েছে বলেছে সে। কিন্তু তার কাছে শ্বশুরবাড়ি না হয়ে অন্য কিছু হলেও অসুবিধা নেই। কারণ এক্ষেত্রে সে পড়াশোনার চাপ থেকে মুক্তি পেতে চাইছে। বাবা-মায়ের কাছে শ্বশুরবাড়ির কথা বারবার শুনে সেটাই সে বলেছে। আর সে দেখেছে শ্বশুরবাড়িতে গিয়ে তাঁরা অনেকটাই আনন্দে থাকেন। এই বিষয়টি সকলকেই বুঝতে হবে। তাই দেখতে হবে বাচ্চাদের মনেতে পড়াশোনা যেন না বোঝা হয়ে দাঁড়ায়। পড়াশোনাকে তাদের ভালোলাগায় পরিণত করতে হবে। তা সে ভালোবাসা দিয়েই হোক, আর বইয়ের ভার কমিয়েই হোক।
More Stories
আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কখন আতঙ্কিত, জেনে নিন
থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায়
সস্তা খাদ্যের ফাঁদে স্বাস্থ্যব্যবসা: ভোক্তার অসচেতনতা থেকে কর্পোরেটের মুনাফা