December 1, 2025

সকলকে চমকে দিয়ে কৃষি আইন নিয়ে মোদি সরকারের পাশে আমেরিকার জো বাইডেন প্রশাসন

সোমালিয়া ওয়েব নিউজ: সারা বিশ্বকে চমকে দিয়ে ভারতের কৃষি আইনকে একরকম সমর্থনই করল আমেরিকা। জো বাইডেন  প্রশাসনের এই মানসিকতায় অনেকেই বিস্মিত। কারণ ভারতের কৃষি আইন নিয়ে দেশের কৃষক সংগঠনগুলির ও বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি বিশ্বের কিছু সেলিব্রেটি বিরোধিতা করতে শুরু করেছেন। সেই আওয়াজ ধীরে ধীরে আরও জোরদার হচ্ছিল। এমনিতেই নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছিল। তাই অনেকেই মনে করেছিলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই ঘনিষ্ঠতা ততটা থাকবে না। হয়তো বিভিন্ন ক্ষেত্রে জো বাইডেন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তে ভারতকে সমস্যায় পড়তে হতে পারে। বিশ্বজুড়ে যখন সেলিব্রিটিরা কৃষি আইনের বিরোধিতায় সরব হচ্ছেন তখন অনেকেই আশা করেছিলেন জো বাইডেনের  নেতৃত্বাধীন আমেরিকা ভারতের কৃষি আইনের বিরুদ্ধে সরব হবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের  এক সহকারী মুখপাত্র জানিয়েছেন, যে কোন শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রের সহায়ক। তবে ভারতের বাজারের দক্ষতা ও বেসরকারি বিনিয়োগের উন্নতির জন্য ভারতের কৃষি আইনকে স্বাগত জানাচ্ছে আমেরিকা। আমেরিকার দাবি,  ভারত সরকার কৃষিক্ষেত্রে যে সংস্কার এনেছে তা কৃষকদের স্বার্থেই এবং এই সংস্কারে কৃষকরাই লাভবান হবেন। তবে অবশ্য কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনকেও সমর্থন জানিয়েছে আমেরিকা। যদিও ওয়াশিংটনের তরফে কৃষি আন্দোলন নিয়ে কার্যত মোদি সরকারকে সমর্থন জানানো হলেও সেই প্রশাসনের অনেকে অবশ্য এই আন্দোলনের পাশে থাকার মানসিকতা প্রকাশ করেছেন।

Loading