October 6, 2025

‘বাউল শিল্পী’ আইসিকে পেয়ে মুগ্ধ উত্তরপাড়া থানা এলাকার মানুষজন

সোমালিয়ার সংবাদ, উত্তরপাড়া: পুলিশ মানেই একটা কঠিন চরিত্রের কথা মনে ভেসে ওঠে। কিন্তু তার আড়ালেও যে একটা কোমল হৃদয় থাকে তা অনেকেরই উপলব্ধিতে আসে না। একই কথা বলা চলে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানার নতুন আইসি অরূপ রায়ের ক্ষেত্রে। একদিকে কড়া হাতে আইন সামলানো আবার তার সাথে সুমধুর কণ্ঠে বাউল গান।মুর্শিদাবাদে থাকাকালীন সময় থেকেই বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে মানুষের মন জয় করেছেন। সম্প্রতি তিনি দায়িত্ব নিয়েছেন উত্তরপাড়া থানার। আর যোগ দিয়েই কয়েকদিনের মধ্যেই বেআইনি অস্ত্র ও মাদক সহ দুই দুস্কৃতীকে গ্রেফতার করে সাফল্যও পেয়েছেন। কিন্তু কখনোই তাঁর কর্মজীবন আর গানের জীবনকে এক করে ফেলেননি অরূপবাবু। কড়া পুলিশ অফিসার ছাড়াও বিশিষ্ট সংগীতশিল্পী হিসাবেও সাধারণ মানুষের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা অর্জন করে নিয়েছেন বর্তমানে উত্তরপাড়া থানার নতুন আইসি অরূপ রায়। এই বিষয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বাউল গান তাঁর দীর্ঘদিনের প্রিয়। আর পুলিশের কাজের পরে গান মনকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দেয়। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর গান মানুষের মনে দাগ কেটেছে। এদিন অরূপবাবু গানের বিষয়ে বলতে গিয়ে আরও বলেন, তাঁদের পুলিশের চাকরিতে সাধারণ মানুষের জন্য দিনরাত প্রস্তুত থাকতে হয়। তার মধ্যেও কিছুটা সময় বের করে নিজের স্বাস্থ্যের জন্যও দেওয়া দরকার। আর গান তার মনের স্বাস্থ্যকে ভাল রাখে। আর উত্তরপাড়া থানার অন্তর্গত সাধারণ মানুষের উদ্দেশ্যে অরূপবাবু বলেন, মানুষের সাহায্যে তাঁরা সর্বদা মানুষের পাশে থাকবেন। আর এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা জানতে বা দেখতে পারলে এলাকার মানুষ যেন  সেটা সরাসরি পুলিশকে জানান, তাহলে পুলিশের পক্ষে কাজ করা অনেক সুবিধা হবে  এক্ষেত্রে সংবাদদাতার  পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি জানান।

Loading