December 1, 2025

বিধানসভা নির্বাচনের আগে ভোট কাটতে ময়দানে নামল নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড

সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: বিধানসভা নির্বাচনের আগে ভিন রাজ্যের আঞ্চলিক দলগুলি এরাজ্যের ভোটব্যাংকে থাবা বসানোর জন্য কর্মসূচি শুরু করেছে। এই ধরনের বেশিরভাগ আঞ্চলিক রাজনৈতিক দলগুলির এরাজ্যে তেমন অস্তিত্ব নেই। কিন্তু তবুও নিজেদের উপস্থিতি জানান দিতে তারা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবারের বিধানসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হচ্ছে না। সেরকমই একটি আঞ্চলিক রাজনৈতিক দল হল বিহারের নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। উল্লেখ্য, তারা গত কয়েকটি বিধানসভা নির্বাচনেও প্রার্থী দিয়েছিল। কখনও অন্য দলের সঙ্গে জোট করে, আবার কখনও বা নিজেরা একা একাই। ইতিমধ্যেই এবারের ভোটের জন্য এই দলের তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হয়ে গেছে। তাই নিজেদের প্রার্থীর সমর্থনে তারা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছে। যেমন শুক্রবার তারা তারকেশ্বর বিডিওর কাছে একগুচ্ছ দাবিতে ডেপুটেশন দিল। দাবিগুলোর মধ্যে রয়েছে— তারকেশ্বর শহরকে কেন্দ্র করে নতুন তারকেশ্বর মহকুমা গঠন, প্রফুল্লচন্দ্র সেন কৃষি বিশ্ববিদ্যালয় তারকেশ্বরে স্থাপন, রাজা রামমোহন রায় মেডিকেল কলেজ হাসপাতাল তারকেশ্বরে করা, দলতন্ত্র মুক্ত আইনের শাসনের প্রতিষ্ঠা, হিংসা ও ভয়মুক্ত বাংলা গঠন, মদমুক্ত বাংলা দলতন্ত্র মুক্ত  শিক্ষা প্রতিষ্ঠান গঠন, ন্যায়ের সাথে উন্নয়ন, আলুর ন্যূনতম সহায়ক মূল্য সরকারকে ঘোষণা করা, নিম্নতম সহায়ক মূল্যের নিচে কোন পণ্য ক্রয় করলে আইনে সাজা প্রদান, বেকার  যুবক-যুবতীদের কর্মসংস্থান ইত্যাদি। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন  দলের রাজ্য সভাপতি অশোক দাস,  জেলা সভাপতি সত্যনারায়ন পান্ডে প্রমূখ। তাঁরা  বিডিও  সুব্রত মল্লিকের কাছে  এই ডেপুটেশন জমা দেন।  তার আগে তারকেশ্বরের জননেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাম চ্যাটার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে  জয়কৃষ্ণ বাজার থেকে মিছিল করে বিডিও অফিসে পৌঁছান। উল্লেখ্য, এরাজ্যে জনতা দল ইউনাইটেডের একার পক্ষে লড়াই করে কোন আসনে জেতার ক্ষমতা নেই। এমনকি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের সম্ভাবনাও কম। খুব বেশি হলে কোন কোন কেন্দ্রে তারা দু-চার হাজার ভোট পেতে পারে। এর বেশি কিছু নয়। তবুও নিজেদের অস্তিত্বের তাগিদে তারা প্রার্থী দিয়ে চলেছে। আর তারই জেরে নির্বাচনের আগে তাদেরকে কিছু কিছু কর্মসূচিতে দেখা যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Loading