October 5, 2025

নিজের বুদ্ধি দিয়ে মনিবের প্রাণ বাঁচালো বাড়ির পোষা কুকুর, প্রশংসার বন‍্যা বিশ্বজুড়ে

সোমালিয়া ওয়েব নিউজ: কুকুর প্রভুভক্ত জীব সকলেই জানে। কিন্তু সেই ভক্তি ছাড়িয়ে কখনও কখনও  তারা এমন কিছু কান্ড করে বসে যার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। সারা জীবনের কৃতজ্ঞতা দিয়েও সেই ঋণ শোধ করা যায় না। যেমনটা ঘটিয়েছে ‘সাদি’ নামে একটি জার্মান শেপার্ড। ঘটনাটি নিউ জার্সির। ব্রায়ান নামে এক ব্যক্তি হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। অচৈতন্য হয়ে তিনি মাটিতে পড়ে যান। তখন ব্রায়ানের প্রিয় পোষা কুকুর সাদি  বুঝতে পারে যে তার মনিব চরম বিপদে পড়েছেন। অসুস্থ হয়ে পড়েছেন। এখনই তার জন্য চিকিৎসার প্রয়োজন। সাদি নিজেও জানে তার একার পক্ষে তার মনিবকে বাঁচানো সম্ভব নয়। যদিও প্রাথমিক চিকিৎসার দায়িত্বটা সাদি নিজেই নিয়ে নিয়েছিল। মনিবের হাত-মুখ চেতে তাঁকে সুস্থ রাখার চেষ্টা করছিল। কিন্তু তাতেও কোন কাজ হল না। তখন সাদির মনে হল ফোন করে কাউকে ডাকার প্রয়োজন। কিন্তু তার পক্ষে তো ফোন করাও সম্ভব নয়। তাছাড়া কিভাবে ফোন করতে হয় সে সম্পর্কেও তার কোন ধারণা নেই। তবে সে মনিবকে বারবার দেখেছে ফোনে কথা বলতে।

তাই সাদি একরকম টানাহেঁচড়া করে মনিবকে ফোনের কাছে নিয়ে যায়। ব্রায়ান তখন কোনক্রমে সেই ফোনের হাতল ধরে চিকিৎসককে ফোন করেন। এরপর অত্যন্ত দ্রুত চিকিৎসক বাড়িতে হাজির হন। এ যাত্রায় প্রাণে বেঁচে যান ব্রায়ান। আর এই ঘটনা জানার পর সাদিকে নিয়ে এখন প্রশংসার ঝড়। অথচ সাদি কিন্তু ব্রায়ানের কাছে প্রথম থেকে ছিল না। সাদি আগে অন্য একজনের কাছে মানুষ হয়েছিল। কিন্তু সেই মনিব তাকে ছেড়ে চলে যায়। তখন সাদির জায়গা হয় একটা শেল্টার হোমে। সেখান থেকেই ব্রায়ান তাকে নিয়ে এসেছিল। প্রথম প্রথম ব্রায়ানকে সাদির পছন্দ হতো না। তারপর একসঙ্গে থাকতে থাকতে দুজনের মধ্যে ভালোবাসা গড়ে উঠেছিল। আর সেই ভালোবাসা যে একদিন তাঁর প্রাণ বাঁচাবে এটা স্বপ্নেও ভাবতে পারেননি।   হয়তো ব্রায়ান যেমন সাদিকে একদিন শেল্টার হোমে থেকে নিয়ে এসে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিল, এ যেন তারই প্রতিদান দিল সাদি।

Loading