সোমালিয়া ওয়েব নিউজ: কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। মাথায় একটু বুদ্ধি খেলালেই নতুন নতুন ভাবনা বেরিয়ে আসে। চটজলদি হয়ে যায় সমস্যার সমাধান। এমনটাই করে দেখালেন ইংল্যান্ডের বাসিন্দা ডট ম্যাককার্থি। লকডাউনে সবাই যখন নিজেদের ব্যবসা গুটিয়ে চরম সমস্যার মধ্যে পড়েছেন, সংসার চালাতে নাভিঃশ্বাস হয়ে উঠেছে, তখন এক নতুন পদ্ধতি বের করে তিনি ওই ভয়ঙ্কর পরিস্থিতিতেও শুধুমাত্র ছাগল ভাড়া দিয়ে ৫০ লক্ষ টাকা আয় করলেন। আর এই ঘটনাই সাড়া পড়ে গেছে বিশ্বজুড়ে। অথচ ডট তেমন কিছু কেউকেটা ব্যক্তিত্ব নন। সাধারণ একজন চাষি। তিনি সারাবছর ছাগল চাষ করে সংসার চালান। এর জন্য তাঁর একটি খামার আছে। সেই খামার থেকে যা আয় হয় কোন রকমে তার চলে যেত। আয়ের উৎস হল, স্কুল-কলেজের ছেলে মেয়েরা ওই খামার পরিদর্শন করতে আসত। সেখান থেকে সে কিছু টাকা প্রবেশ মূল্য হিসেবে নিত।
আর বাকিটা আসতো তার ফার্মের ফাঁকা জায়গা বিয়ে বাড়ির জন্য ভাড়া দিয়ে। কিন্তু লকডাউন সবকিছু ওলট-পালট করে দেয়। অন্যান্য দেশে লকডাউন উঠে গেলেও ইংল্যান্ডে কিন্তু তা হয়নি। সেকেন্ড ওয়েভের জন্য তাঁদের এলাকায় লকডাউন দীর্ঘায়িত হয়েছে। এরকম পরিস্থিতিতে কীভাবে সংসারকে আর্থিক সংকটের হাত থেকে বাঁচাতে পারবেন ভেবে পাচ্ছিলেন না বত্রিশ বছর বয়সী ওই চাষি। হঠাৎই তাঁর মাথায় এক পরিকল্পনা আসে। তাঁর মনে হয় এখন তো সমস্ত কিছু ভিডিও কলের মাধ্যমে হচ্ছে। সবসময় ভিডিও কলিং-এর মাধ্যমে মিটিং, পড়াশোনা সমস্ত কিছুই চলছে। আর সেখানে একই মুখ দেখতে দেখতে মানুষ একঘেয়েমিতে ভুগছেন। এতে যদি একটু বৈচিত্র্য আনা যায় তাহলে কেমন হয়। যদি ওই মিটিংয়ে মানুষের বদলে ছাগলের মুখ হাজির হয় এবং পিছন থেকে আসল ব্যক্তি কথা বলেন তাহলে বিষয়টি বেশ মজার হবে। আর যেমন ভাবা তেমনি কাজ। তাই তিনি এ ব্যাপারে ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়ে দেন। আর সকলকে আশ্চর্য করে বিষয়টি নিয়ে সাড়া পড়ে যায়। বিজ্ঞাপনের পরেই তাঁর ফার্ম থেকে ছাগল ভাড়া নেওয়ার জন্য ২০০টি ই-মেইল পান তিনি। তবে সবকিছুই কিন্তু অনলাইনে ভাড়া অর্থাৎ শুধুমাত্র ভিডিও কলিং এর মাধ্যমে ছাগলের ছবি দেখানোর জন্য।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শুধু ব্রিটেন নয়, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া থেকেও ছাগল ভাড়া চেয়ে ই-মেইল পৌঁছয়। আর সেই ছাগল ভাড়া দিয়ে তিনি কয়েক হাজার পাউন্ড উপার্জন করেন। যা ভারতীয় মুদ্রায় পঞ্চাশ লক্ষ টাকারও বেশিতে পৌঁছে গেছে। এই ঘটনায় লকডাউনে তাঁর যা ক্ষতি হয়েছিল এখন তা তো উঠেছেই, পাশাপাশি লাভের মুখও দেখছেন। তাই এই ব্যবসাতেই আপাতত তিনি মন দিয়েছেন। ইচ্ছে থাকলে যে অনেক কিছু করা যায় তা আবারও করে দেখালেন ডট। শুধুমাত্র মাথাটাকে একটু খেলাতে পারলেই হল।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু