October 5, 2025

দেওয়াল দখল নিয়ে হাতাহাতি সিপিএম ও বিজেপির মধ্যে

সোমালিয়া সংবাদ, ডানকুনি: বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে  ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা হুগলির ডানকুনিতে। ডানকুনির ৯ নম্বর ওয়ার্ডের মিলন সঙ্ঘ ক্লাবের মাঠের দেওয়ালে সিপিআইএম-এর লেখা দেওয়াল রাতের অন্ধকারে বিজেপি দখল করে নেয় ও বিজেপির দলীয় প্রতীক পদ্মফুল এঁকে দেয় বলে অভিযোগ। সকালে দেখতে পেয়ে সিপিআইএম কর্মীরা তা মুছে দেয়। আবার বিজেপি সেই দেওয়াল দখল করতে গেলে বাধা দেয় সিপিআইএম। তখনই উত্তেজনা ছড়ায় ডানকুনিতে।  এমনকী হাতাহাতিও হয় দু’পক্ষের মধ্যে।

এর ফলে আহত হন সিপিআইএম কর্মী বাবাই মজুমদার। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় পুলিশ। বিজেপির ডানকুনি মন্ডল সভাপতি সুকান্ত মাঝির দাবি, ক্লাবের দেওয়ালে সিপিআইএম ও তৃনমূলের লেখা রয়েছে। মাঝের ফাঁকা জায়গায় তাদের প্রতীক এঁকে দেওয়া নিয়ে সমস্যা দেখা দেয়।  অন‍্যদিকে ডানকুনি পুরসভার সিপিআইএম-এর প্রাক্তন কাউন্সিলর তথা সিপিআইএম নেতা মনোজ গায়েনের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই দেওয়াল প্রচারের কাজে ব্যবহার করে আসছে। আজ বিজেপি সেই দেওয়াল দখলের চেষ্টা করে৷ এদিকে এই ঘটনায় এলাকার মানুষ এখন থেকেই আগামী নির্বাচনে অশান্তির মেঘ দেখছেন। তাঁরা প্রশাসনের কাছে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Loading