October 5, 2025

একুশের ভোটে বাজিমাত করতে প্রশান্ত কিশোরের নয়া উদ্যোগ ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ’

সোমালিয়া সংবাদ, কলকাতা: একুশের ভোটে  বাজিমাত করতে প্রতিদিনই নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপি যেখানে মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে কাজে লাগিয়ে দল ভাঙানোর খেলায় মেতে উঠেছে, তৃণমূল সেখানে ব্যবহার করছে প্রশান্ত কিশোরকে। তিনি নতুন নতুন উদ্ভাবনী শক্তি বের করে দলকে চাঙ্গা করছেন। ‘দিদিকে বলো’ থেকে শুরু করে ‘দুয়ারে সরকার’ সবই তাঁর মাথা থেকে বের হয়ে এসেছে। এবার তিনি জোর দিয়েছেন বুথ স্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের। জানা গেছে, এর জন্য তৃণমূলে এক নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যাতে অতি সহজেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় তা-ই এর উদ্দেশ্য। এছাড়াও অতি অল্প সময়ে দলীয় কর্মীদের সঙ্গে বুথস্তরের নেতাকর্মীদের সঙ্গে জেলাস্তরের দলীয় কর্মীদের সংযোগ স্থাপন করাই এর লক্ষ্য বলে জানা গেছে। এর জন্য বুথ ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে। যেখানে ১০০ জন করে এক একটি গ্রুপে দলীয় কর্মীরা থাকবেন। এখনও বাংলার বিভিন্ন প্রান্তে এমন কিছু এলাকা রয়েছে যেখানে অ্যান্ড্রয়েড ফোন পৌঁছায়নি। তাই সেই অঞ্চলগুলিতে এই সংযোগ স্থাপনের জন্য ১০০ জনের গ্রুপে তিনটি করে ফোন দেওয়া হবে বলে জানা গেছে।

আসলে তৃণমূল চাইছে ভার্চুয়াল সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি করে অতি দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে। এছাড়া দলের দিক নির্দেশনা এবং প্রচারের উদ্দেশ্য দ্রুত বুধ স্তরের কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এইরকম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যেই হুগলির মহেশ্বরপুর দলীয় কার্যালয়ে এক বৈঠক হয়ে গেছে। সেখানে উপস্থিত ছিলেন জেলার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী তপন দাশগুপ্ত ও অসীমা পাত্র। এবারের নির্বাচনে নির্বাচন কমিশন হয়তো নানান বিধি-নিষেধ আরোপ করতে পারেন। তাই নির্বাচন চলাকালীন সশরীরে সবসময় ভোটারদের কাছে পৌঁছানো সম্ভব নাও হতে পারে। তাই আগে থেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সংযোগ স্থাপনের ব্যবস্থা করে রাখা হচ্ছে বলে সূত্রের খবর। এছাড়াও নিচুস্তরের কর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের সংযোগ থাকলে অতি দ্রুত যে কোন জায়গায় পথসভা, মিছিল ইত্যাদি কর্মসূচি করা সহজ হবে। আসলে এবারের নির্বাচনী লড়াই আগের সব নির্বাচন থেকে সম্পূর্ণ আলাদা। তাই কোনভাবেই কোন দলই এই নির্বাচনকে হালকাভাবে নিতে চাইছে না।

Loading