সোমালিয়ার সংবাদ, আরামবাগ: বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আর বেশি দেরি নেই। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাই প্রতিদিনই প্রায় নানান কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রত্যেকেই নিজ নিজ দলের সমর্থনে সেইসব কর্মসূচিতে দাবি পেশ করছে। কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের কথা ভাববার সময় কারো নেই। আর তাই এবার সেই দায়িত্ব নিজেদের হাতে তুলে নিলেন আরামবাগ মহকুমার একদল ছাত্র-ছাত্রী। শনিবার আরামবাগ মহকুমার ওইসব ছাত্র-ছাত্রী একগুচ্ছ দাবিতে আরামবাগ নেতাজি মোড়ে ১২ ঘন্টার অনশন করলেন। দেশজুড়ে কৃষক আন্দোলনকে সমর্থন জানানোর পাশাপাশি তাঁঁদের দাবিগুলি ছিল রাজ্যের বড় হাসপাতালে আইসিইউতে বেডের সংখ্যা বাড়ানো, ব্লক হাসপাতালগুলিতে ব্লাড ব্যাংক তৈরি করা, রাস্তার পাশে গাছ লাগানো ইত্যাদি। ‘জনতার পক্ষ’ নামে একটি অরাজনৈতিক ব্যানারে এই কর্মসূচি পালন করেন। তাঁরা বলেন, আমরা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করছি না। জনতার পক্ষে দাঁড়িয়ে তাঁদের সুবিধার জন্য এই কর্মসূচি।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি