October 6, 2025

সৌমিত্র খাঁ-এর রোড শো-এর আগে কালো পতাকা ছেঁঁড়া নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোন্নগর

সোমালিয়া সংবাদ, কোন্নগর: কালো পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল হুগলির কোন্নগরের জোড়া পুকুর এলাকা। যদিও পুলিশ কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করায় তা বেশি দূর এগোয়নি। উল্লেখ্য, এদিন কোন্নগরে বিজেপি রাজ্য যুব মোর্চা সভাপতি সৌমিত্র খাঁয়ের রোড শো ছিল। সঙ্গে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক প্রবীর ঘোষাল। জানা গেছে, এদিন জোড়া পুকুর এলাকা থেকে বিজেপির একটি বাইক মিছিল বের হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী এদিন বিজেপি কর্মী সমর্থকরা জোড়া পুকুরে জমায়েত হতে থাকে। তবে বিজেপি কর্মী-সমর্থকরা জমায়েত হওয়ার আগে এলাকাজুড়ে লাগানো হয়েছিল কালো পতাকা ও রবীন্দ্রনাথ-বিবেকানন্দের পোস্টার। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, এই  কালো পতাকা তৃণমূল লাগিয়েছে। অভিযোগ, এরপর বিজেপির মিছিল শুরু হওয়ার আগে কালো পতাকা বিজেপি কর্মীরা ছিঁড়ে দেয়। এই ঘটনায় তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী ও সমর্থকদের সংঘর্ষ বাধে। তবে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকায় রাজনৈতিক সংঘর্ষ এগোতে পারেনি। অবশেষে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে সৌমিত্র খাঁ এই মিছিল শুরু করেন।  এদিন এই বিজেপির মিছিল কোন্নগর জোড়াপুকুর থেকে বের হয়ে জিটি রোড ধরে চাঁপদানি পর্যন্ত যায়। এদিকে বিজেপির মিছিল জোড়াপুকুর পার হয়ে যেতেই তৃণমূল কর্মী-সমর্থকরা জোড়া পুকুর এলাকা থেকে একটি অন্তিম যাত্রা বের করে। পাশাপাশি  রাস্তায় গোবর জল ছড়িয়ে কোন্নগর শহর জুড়ে শুদ্ধিকরণ করা হয়। তবে বিধায়ক প্রবীর ঘোষালকে দেখে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক ক্ষিপ্ত হয়ে ওঠে। এ বিষয়ে  বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। তাই তারা সব উল্টোপাল্টা মন্তব্য করছে। এই রাজ্যে বিজেপির সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা।

Loading