October 5, 2025

অদ্ভুত এক কারণে ২৫ দিন ধরে থানার লকআপে বন্দি দুটি মুরগি

সোমালিয়া ওয়েব নিউজ: অদ্ভুত এক ঘটনা ঘটেছে  তেলেঙ্গানায়। অপরাধীরা নয়, লকআপে বন্দিদশা কাটাচ্ছে  দুটি মুরগি।  কবে তাদের বন্দীদশা থেকে মুক্তি ঘটবে, কিভাবে তা ঘটবে  তা কেউই এখন বুঝতে পারছেন না।  এর আগে কখনও এরকম ঘটনার সাক্ষী থাকেনি এই থানা। তাই সকলের কাছেই ব্যাপারটি বেশ অভিনব। জানা গেছে, ওই দু’টি মুরগি ২৫ দিনের জন্য একটি থানার লকআপে বন্দি এবং তাদের মুক্তির অপেক্ষায় রয়েছে। তারা বুকিদের সাথে ধরা পড়েছিল। তবে তারা জামিনে বেরিয়ে গেলেও মুরগি লকআপে থেকে যায়। কারণ বুকিরা মুরগি নিয়ে যেতে চায়নি। ঘটনাটি তেলঙ্গানার খামমাম শহরের। সেখানকার মডিগোন্ডা থানায় প্রায় ২৫ দিন ধরে মুরগিগুলি লকআপে বন্দি ছিল। পুলিশ ১০ জানুয়ারী তাদের ধরেছিল। সংক্রান্তি উৎসবের সময় মুরগীদের লড়াইয়ের খেলা চলছিল। আর সেই লড়াইয়ের পিছনে চলছিল জুয়াড়িদের বাজি ধরার খেলা। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে। একসাথে দুটি মুরগি এবং একটি বাইকও উদ্ধার করা হয়। পরবর্তীকালে, সমস্ত বুকি জামিনে বেরিয়ে গেলেও কেউ মুরগি দাবি করতে আসেনি। মামলার প্রমাণ হিসাবে এই মুরগিগুলো থানায় তালাবদ্ধ রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার শুনানি হলেই এই মুরগি দুটিকে মুক্তি দেওয়া যেতে পারে। মুরগিদের ছেড়ে দেওয়ার আদেশ পাওয়ার পরে তারা নিলাম করবে। যে আরও বেশি নিলামের ডাক দেবে তাকে উভয় মুরগি দেওয়া হবে। এই চমকপ্রদক বিষয়টি এখন এলাকায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।

Loading