সোমালিয়া সংবাদ, তারকেশ্বর : ৩২তম পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত হুগলী রুরাল ডি এস পি ট্রাফিক ও তারকেশ্বর ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় সেফ ড্রাইভ ও সেভ লাইফ-কে সামনে রেখে তারকেশ্বরের জয়কৃষ্ণবাজর থেকে চাঁপাডাঙা পর্যন্ত পদযাত্রা করে অনুষ্ঠিত হল। উপস্হিত ছিলেন ডি এস পি ট্রাফিক গ্রামীণ দেবীদয়াল কুন্ডু, আরামবাগ ট্রাফিক ওসি সনৎ মুখার্জী, তারকেশ্বর ট্রাফিক ওসি সরোজ কুন্ডু , এ এস আই ট্রাফিক প্রসেনজিৎ ঘোষ, চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা চ্যাটার্জী প্রমূখ।
এদিন পথচলতি বাইক আরোহীদের সচেতন করা হয়। হেলমেট পরার প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়। পাশাপাশি যে সমস্ত বাইক চালক হেলমেট ছাড়াই পথে বেরিয়েছিলেন তাঁদের বেশ কয়েকজনকে নতুন হেলমেট উপহার দেওয়া হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এছাড়াও পথচলতি যানবাহনগুলির পিছনে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার সেঁটে দেওয়া হয়। উল্লেখ্য তারকেশ্বর থানা এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনায় হতাহতের খবর মেলে। সেই প্রবণতা কমাতেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। আগামীদিনে যাতে সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা জাগে সে ব্যাপারেও নজর দেওয়া হয়।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য