October 5, 2025

সামনেই বিধানসভা ভোট, রুটমার্চ শুরু করল মগরা থানার পুলিশ

সোমালিয়া সংবাদ, হুগলি: আর বেশি দেরি নেই। বিধানসভার নির্বাচনের দিনক্ষন ঘোষণা দোরগোড়ায় কড়া নাড়ছে। রাজনৈতিক দলগুলোর তৎপরতা মিটিং, মিছিল কর্মীসভা চলছে। বিগত সব নির্বাচনের তুলনায় এবারের নির্বচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে করার চ্যালেঞ্জ তুঙ্গে। তাই প্রশাসনের তৎপরতা বেড়েছে। নির্বাচন প্রক্রিয়ার বিধি আরও কিছু পরিবর্তন হতে পারে প্রশাসন সূত্রে খবর। এদিকেে প্রশাসনের পক্ষ থেকে এখন থেকেই নজরদারি শুরু হয়ে গেছে হুগলী জেলার বিভিন্ন জায়গায়। এলাকার ভোটারদের ভয় দেখালে থানায় অভিযোগ জানানোর কথা বলছেন প্রশাসন। বাড়ি বাড়ি গিয়ে এবং পথ চলতি সাধারন মানুষের সাথে কথা বলতেও দেখা যায় পুলিশকে। বৃহস্পতিবার হুগলীর জেলার মগরা থানাসহ বেশকিছু থানা এলাকায় রুটমার্চ করে পুলিশ । পুলিশের কর্তারা ভোটারদের জানান, আপনারা সবাই ভোট দিতে যাবেন । ভয় পাবেন না, কেউ ভয় দেখানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশের সাহায্য নেবেন। একদিকে রাজনৈতিক দল বদলের খেলা চলছে। পাশাপাশি বিধানসভা ভোটে দিনক্ষণ দোরগোড়ায় কড়া নাড়ছে। তার আগেই পুলিশের রুটমার্চ। এবারের ভোট যুদ্ধের পারদ অনেকটাই বেশী বলে মনে করছেন রাজনৈতিক মহল। তাই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রশাসন আগে থেকে তৈরি হচ্ছে।

Loading