সোমালিয়া ওয়েব নিউজ: শাহরুখ খান শুধুই একজন অভিনেতা নন। তিনি মানুষের আবেগের মূর্তরূপ। কিং খান সম্পর্কে এমনি মন্তব্য করেছিলেন জন আব্রাহাম। দর্শকরাও এক কথায় সায় দিয়েছে তাতে। পাঠান নিঃসন্দেহে বলিউডের হৃত গৌরব ফিরিয়ে এনেছে। একাধিক রেকর্ড তো গড়েছে, পাশাপাশি অভিনেত্রী দীপিকা পাডুকোনের কেরিয়ারেও বড় মাইলফলক হয়ে উঠেছে।বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা। সবথেকে সফল নায়িকাদের মধ্যে একজনও বটে। কেরিয়ারে হিট ছবির সংখ্যাই বেশি। এহেন দীপিকার এতদিনের বলিউড কেরিয়ারে সবথেকে বেশি ব্যবসা করা ছবির খেতাব ছিনিয়ে নিয়েছে পাঠান। অভিনেত্রীর সফলতম ১০ টি ছবির তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে পাঠান।দীপিকার কেরিয়ারে সবথেকে বেশি ব্যবসা করা দশটি ছবির মধ্যে সবথেকে উপরে রয়েছে পাঠান। এর আগে মুক্তিপ্রাপ্ত ছপাক এবং গহরাইয়া দুটোই ফ্লপ হয়েছিল তাঁর। দীপিকার টলমল করতে থাকা সিংহাসন বাঁচিয়ে দিল পাঠান। ভারতীয় বক্স অফিসে নয় দিনে এখনো পর্যন্ত ৩৪৮ কোটি টাকা কামিয়েছে পাঠান।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল