সোমালিয়া ওয়েব নিউজ: সমাজের অগ্রগতির জন্য যেটি সবার আগে প্রয়োজন সেটি হল শিক্ষা। কারণ, সঠিক শিক্ষাই নির্ধারণ করে জাতির ভবিষ্যৎ। পাশাপাশি, শিক্ষার ওপর ভর করেই দাঁড়িয়ে থাকে সমাজ এবং সভ্যতা। এমতাবস্থায়, সকলের কাছে শিক্ষা পৌঁছে দিতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠান যত উন্নত হবে ততই ছড়িয়ে পড়বে শিক্ষার ব্যাপ্তি। আর সেই লক্ষ্যেই এবার এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানা এলাকার পরমানন্দপুর গ্রামের এক কৃষক দম্পতি।এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ওই কৃষক দম্পতি অর্থাৎ রাখহরি ঘোষ ও ছবিরাণী ঘোষ তাঁদের কঠোর পরিশ্রম দ্বারা সঞ্চিত অর্থের কিছুটা অংশ দু’টি স্কুলকে তুলে দিয়েছেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই ওই দম্পতির এহেন মহতী কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও পড়াশুনোর প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে রাখহরিবাবুর।পরিবারের প্রত্যেককে পড়াশুনো শেখানোর পাশাপাশি এখনও সময় পেলে নিজেও পড়াশুনো করেন এই প্রবীণ মানুষটি। এমতাবস্থায়, তাঁর ইচ্ছে ছিল যে তিনি তাঁর কৃষিকাজের মাধ্যমেই উপার্জন করা অর্থের একটা অংশ শিক্ষার উন্নতির জন্য ব্যয় করবেন। পাশাপাশি, রাখহরিবাবুর এই সিদ্ধান্তকে সমর্থন করেন তাঁর স্ত্রী ছবিরাণী দেবীও। আর সেই কারণেই স্থানীয় পঞ্চায়েত এলাকার অন্তর্গত লক্ষ্মীপুর হাইস্কুলে ১ লক্ষ টাকা ও গ্রামের পাশে অবস্থিত মৌলা হাইস্কুলে ৫০ হাজার টাকা দান করেন তাঁরা।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক