October 5, 2025

আরামবাগ হাসপাতালের চিকিৎসকদের সাফল্য। সফল অস্ত্রোপচার করে এক মহিলার পেট থেকে বের করলেন প্রায় ৫ কেজি ওজনের টিউমার 

সোমালিয়া সংবাদ, আরামবাগ: এক মহিলার পেট থেকে বেরিয়ে এল প্রায় পাঁচ কেজি ওজনের এক টিউমার। সফল অস্ত্রোপচার করে ওই রোগীকে প্রাণে বাঁচালেন আরামবাগ মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। একটা মফঃস্বল হাসপাতালের এই সাফল্যে রোগীর আত্মীয় পরিজন থেকে শুরু করে সকলেই প্রশংসায় পঞ্চমুখ। জানা গেছে, ওই মহিলার নাম লক্ষ্মী চক্রবর্তী (৪০)।  বাড়ি আরামবাগের হরিণখোলার তাজপুর গ্রামে। তাঁর স্বামী সজল চক্রবর্তী পুজোপাঠ করেন। অত্যন্ত দরিদ্র পরিবার। লক্ষ্মীদেবী জানান, তিনি বেশ কিছুদিন ধরেই পেটে ও জরায়ুতে যন্ত্রনায় কষ্ট পাচ্ছিলেন। পেটটা ফুলেও যাচ্ছিল। কিন্তু শ্বশুরবাড়ি থেকে তেমন সহযোগিতা না পাওয়ায় চিকিৎসা করানো সম্ভব হয়নি। শেষে রক্তস্রাব শুরু হয়। তাই গত ২১ জানুয়ারি তিনি নিজেই আরামবাগ হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন তাঁর জরায়ুতে টিউমার আছে। কিন্তু ওই মহিলার হিমোগ্লোবিনের পরিমাণ অত্যন্ত কম ছিল। তাই কোনোভাবেই অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছিল না। এরপর তাঁর পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয়। হিমোগ্লোবিনের পরিমাণ কিছুটা বাড়তেই তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করেন আরামবাগ হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ আনারুল হক। সোমবার তিনি লক্ষ্মীদেবীর অস্ত্রোপচার করে জরায়ু থেকে প্রায় পাঁচ কেজি ওজনের টিউমারটি বের করেন। তারপর থেকেই বেশ সুস্থতা অনুভব করছেন লক্ষ্মীদেবী।

বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ আনারুল হক বলেন, ওই মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। হিমোগ্লোবিনের পরিমাণও খুব কম ছিল। রক্ত দেওয়া হলেও তা বেরিয়ে যাচ্ছিল। সঙ্গে পরিবারের কেউ ছিলেন না তাই সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছিল। কিন্তু রোগীর ভালর কথা ভেবে শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়েই অস্ত্রোপচার করতে হয়েছে। বর্তমানে উনি সুস্থ  আছেন। লক্ষ্মীদেবীর মা নন্দরানী চাটার্জী বলেন, এরকম মানবিক চিকিৎসক পাওয়া যাবে না। ওনারা যেমন ভাল চিকিৎসা করেছেন, তেমনি লোক পাঠিয়ে বাড়িতে খবর পর্যন্ত দিয়েছেন। মেয়েকে ভাল করতে ওনারা খুব সহযোগিতা করেছেন। হাসপাতালের পরিষেবাও খুব ভাল লেগেছে। আমরা ওনাদের ঋণ সারা জীবনেও শোধ করতে পারব না।

Loading