October 6, 2025

পুরুলিয়া জেলার পাড়া ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিস অবাধ বিচরন গরুর

সোমালিয়া ওয়েব নিউজ: সময় ঠিক দুপুর 12টা থেকে 1 টার মাঝামাঝি আর এই সময় হলো অফিস এর প্রথম দিকের গুরুত্বপূর্ণ সময় কিন্তু অফিসে পৌঁছে দেখা মিললো না কোনো কর্মচারীর। কিন্তু কর্মচারীর জায়গায় তখন একটা গরু ভূমি সংস্কার দপ্তরে বসে আছেন। অনেক আওয়াজ শব্দ করার পরও কোনো সাড়া পাওয়া যায়নি বি এল আর ও অফিসে। সাধারণ মানুষ কাউকে না পেয়ে সটান ভূমি দপ্তরের যিনি ব্লক ইনচার্জ ( বি এল আর ও ) শুভজিৎ ব্যানার্জী কাছে যাওয়া হলো। যদিও সাধারণ মানুষের সাথে কয়েকজন সাংবাদিক গেলোও তিনি কোনো সদুত্তর দিতে পারেন নি। অনেকের প্রশ্নে কেন গরু গোয়ালে পরিণত হচ্ছে ভূমি দপ্তর তা তিনি এড়িয়ে যান । যদিও সাধারণ মানুষের প্রশ্ন যেখানে ব্লকের ভূমি দপ্তরের কর্মী থাকার কথা সেখানে গরু যদি বসে থাকে তাহলে কি পরিষেবা পাবে সাধারণ মানুষ । যদিও সূত্র মারফত জানা যায় বর্তমান পাড়া ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শুভজিৎ ব্যানার্জী মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন না বলে অভিযোগ।ভুমি সংস্কার দপ্তরের করুন দশা দেখে হতবাক এলাকার মানুষ।

Loading