সোমালিয়া ওয়েব নিউজ: রামনগর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ্যে এদিন পাল্টা সভা অনুষ্ঠিত হলো রামনগরের আর এস ময়দানে। গত 12 ফেব্রুয়ারী একই মাঠে বিজেপি পার্টি জনসভা করেছিল রামনগরে এবং সেদিন বিজেপি পার্টির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা থেকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এসেছিলেন। আর তারই পাল্টা সভা করলো আজ তৃণমূল কংগ্রেস। এদিন সভায় চমক ছিল নাড্ডার পাল্টা তৃণমূল কংগ্রেসের পার্টির আসানসোল লোকসভার সাংসদ শত্রুঘন সিনহা উপস্থিতি। সিনেমা জগতের পরিচিত বিহারীবাবু কে দেখতে মানুষের ঢল দেখা গেলো। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরদের ভিড় যেমন ছিল তেমনি সাধারণ মানুষ কেও দেখা যায় প্রচুর যদিও ভিড়ের নিরিখে টেক্কা দিলো এদিন নাড্ডার সভাকে বিহারীবাবু । এদিন রামনগরের বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি তীব্র ভাষায় তিরস্কার করেন সুকান্ত মজুমদার কে। কারণ 12 তারিখের বিজেপির সভায় বিজেপি সভাপতি অখিল গিরি ও তারই পুত্র সুপ্রকাশ গিরি কে ভৎসর্না করেছিলেন। আজ তারই ক্লাইম্যাক্স দেখা গেলো অখিল গিরির বক্তব্যে । এদিন অখিল গিরি চ্যালেঞ্জ করেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কে, এবং বলেন প্রমান করতে পারলে রামনগরের আর এস ময়দানে আর কোনোদিন জনসভা করবেন না। এদিন শত্রুঘন সিনহা সিনেমা স্টাইলে মঞ্চ মাতান এবং মমতা ব্যানাজীর প্রকল্প গুলি কে ভারত শ্রেষ্ঠ বলেন। তিনি বলেন বিজেপি 100 এর বেশি সিট আগত লোকসভায় পাবে আর পূর্ব মেদিনীপুরে দুটি সিট তৃণমূল কংগ্রেস জিতবে ।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল