সোমালিয়া ওয়েব নিউজ: মমতা বন্দ্যোপাধ্যায় সারাজীবন ত্যাগ করেছেন। বাংলার মানুষের জন্য তিনি ত্যাগ করেছেন। সেই মানুষটাকে অপমান করা হল। বিন্দুমাত্র লজ্জা থাকলে কৌস্তভের ক্ষমা চাওয়া উচিত।’ সাংবাদিক বৈঠক করে কার্যত কৌস্তভকে তুলোধনা করতে দেখা গেল রাজ্যের রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজাকে। কৌস্তভ শনিবার ব্যাঙ্কশাল কোর্ট থেকে জামিন পাওয়ার পই একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, ‘দেশজুড়ে মহিলাদের ক্ষমতায়ন করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। যে রাজ্যে মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে, যেখানে মায়েদের মৃত্যুর হার কমেছে সেখানে এক মহিলাকে চরম অপমান করা হয়েছে।’ এখানেই শেষ নয়, এদিন ইউ টিউবার রোদ্দুর রায়ের সঙ্গে তিনি কৌস্তভ বাগচীর তুলনাও টানেন। আর এই প্রসঙ্গে এও বলেন, ‘আমরা মনে করি রোদ্দুর রায় এবং কৌস্তভ বাগচী তাঁরা সমান অপরাধী। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মা হিসেবে সম্মান করি। কিছুতেই তাঁর অপমান মেনে নেব না। তিনি যে দলের সমর্থক সেই দলের শীর্ষেও তো মহিলারা রয়েছেন।’ শুধু তাই নয়, এদিন মন্ত্রী শশী পাঁজা এও জানান, ‘২০১১ সালের আগের জমানা কি মনে করিয়ে দিতে হবে? জ্যোতি বসু সম্পর্কে যদি বিরোধীরা বা অন্য কেউ কিছু বললে বা বামপন্থী নেতাদের নামে কিছু বললে খালের কাছে দেহটা পড়ে থাকত। পরিবর্তনটা কী জানেন, বর্তমান অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি এই ধরনের অশ্রাব্য মন্তব্য করলেন, কিন্তু গণতন্ত্র যা বলে, আইন যা বলে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই পরিবর্তনটা বুঝতে হবে।’
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক