সোমালিয়া ওয়েব নিউজ: ৮০তেও অ্যাকশন দৃশ্য করে পিছপা হন না পর্দার চিরসবুজ নায়ক বিগ বি। কিন্তু এর জেরেই সম্প্রতি হায়দ্রাবাদে শ্যুটিং চলাকালীন আহত হন মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁর দুর্ঘটনার খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ফ্যানেরা। হায়দ্রাবাদে চলছিল প্রজেক্ট কে-র শ্যুটিং। সেই সেটে অ্যাকশন দৃশ্য শ্যুট করার মাঝেই ঘটে দুর্ঘটনা। আহত হন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। কোনও রিস্ক নেয়নি ছবির টিম। তড়িঘড়ি হায়দ্রাবাদ থেকে তাঁকে উড়িয়ে আনা হয় মুম্বইয়ে। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। এক কথায় বলতে গেল তিনি গৃহবন্দি।নিজের ব্লগেই আহত হওয়ার কথা জানিয়েছিলেন অমিতাভ। এরপর মঙ্গলবার রাতে হোলিতে একটি লম্বা ব্লগ লেখেন তিনি যে, কতটা তিনি রঙের এই উৎসব মিস করছেন। তিনি লেখেন, ‘বাড়িতে বন্দি এবং সকল প্রকার শারীরিক অ্যাক্টিভিটি করা বারণ.. উৎসবে অংশ নিতে না পারার যে অক্ষমতা এবং হোলির যে উল্লাস এত সাড়ম্বরে এবং এত সুন্দরভাবে উদযাপন করা হত, যা আজ বহু বছর ধরে চলে আসছে, তা এখন মিস করি। মুক্তমঞ্চ, সবাইকে স্বাগত জানানো, শত শত মানুষ যারা গান-বাজনা-নাচ-সৌজন্যে সিক্ত, সকাল থেকে শুরু করে পরের ভোর পর্যন্ত কখনো শেষ না হওয়া সেই ভঙ্গিতে; সেই সময়গুলো হয়তো আর কখনো আসবে না;. আমি আশা করি তারা তা করবে…কিন্তু এটা কঠিন মনে হচ্ছে…অন্তত বর্তমানের জন্য..।’
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল