সোমালিয়া ওয়েব নিউজ: একরাশ অস্বস্তি ও প্রশ্নকে সামনে রেখে গত ২১ শে মার্চ স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের নেতৃত্বে আউসগ্রাম-২ নং ব্লকের অমরপুর অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের জনসংযোগের নতুন কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’ পালিত হয়। বিষ্ণুপুর গ্রামের বিখ্যাত দুর্গামন্দিরে পুজো দিয়ে শুরু হয় এই জনসংযোগ কর্মসূচি। দুর্গামন্দিরে পুজো দেওয়ার পর বিধায়ক ও তার সঙ্গীরা স্থানীয় গেঁড়াই উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন। সেখানে বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা জানার জন্য প্রধান শিক্ষক সহ অন্যান্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং সমস্যাগুলি ‘নোট’ করেন। এরপর তারা আদুরিয়া স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং ডাক্তার ও স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে বেশ কয়েকজন রুগীর সঙ্গেও তাদের কথা বলতে দ্যাখ্যা যায়। সেখান থেকে তারা অমরপুর পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধান ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বিভিন্ন প্রকল্প ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। সুযোগ পেয়ে স্থানীয় মানুষরা এলাকার সমস্যার কথা তাদের কাছে তুলে ধরেন। অবশেষে ভুঁয়েরা হাটতলায় এলাকার পাঁচজন গুণী ব্যক্তিকে সংবর্ধনার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।তবে এই কর্মসূচি অন্য এক জায়গায় অভিনবত্বের দাবি রাখে। স্থানীয় বাসিন্দাদের মনোরঞ্জনের জন্য মহিলা ঢাকি, মহিলা ব্যান্ডপার্টি, মহিলা নৃত্য ও ছৌ নাচের আয়োজন ছিল। স্বাভাবিকভাবেই এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন