সোমালিয়া ওয়েব নিউজ: রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠা তারকাদের মধ্যে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর অন্যতম। এই ভুবন বাদ্যকর এক সময় গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন। আর সেই বাদাম বিক্রি করার সময় গাইতেন কাঁচা বাদাম নামে নিজের লেখা একটি গান।একদিন সেই গানটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয় এবং তারপরেই ভাগ্যের চাকা ঘুরে যায় ভুবন বাদ্যকরের। রাতারাতি তিনি ভাইরাল সেলিব্রেটিতে পরিণত হন। দূর দূরান্ত থেকে তার বাড়িতে তাকে দেখতে ভিড় জমাতে শুরু করেন তার অনুরাগীরা। তার এই গান রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন কোনায় পৌঁছে যায়।তবে সম্প্রতি ভুবন বাদ্যকর নিজের গানের কপিরাইট নিয়ে খুব অসুবিধার মধ্যে রয়েছেন। তার গানের কপিরাইট অন্যজনের হাতে চলে যাওয়ার ফলে তিনি কাঁচা বাদাম গানটি আর গাইতে পারছেন না। এই নিয়ে আদালতে মামলা চলছে এবং সেই মামলায় শেষমেষ কার জয় হয় তার দিকে তাকিয়ে তিনি এবং তার অনুরাগীরা।গানের কপিরাইট অন্যের হাতে চলে যাওয়া ছাড়াও আর্থিক সংকটেও ভুগছেন বাদাম কাকু। তবে এসবের মধ্যেও তিনি কোনভাবেই হতাশ নন এবং গান তার ভগবান বলে ঘোষণা করেছেন। গান ভগবান বলে ঘোষণা করার পাশাপাশি তিনি কপিরাইট বিতর্কের মাঝেই নতুন একটি গান আনতে চলেছেন বলেও জানিয়েছেন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক