সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগে রোড শো করলেন সাংসদ শতাব্দী রায় ও তৃণমূল নেত্রী সুজাতা খাঁ মন্ডল। এছাড়াও ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার, তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পুর প্রশাসক স্বপন নন্দী সহ জেলা ও ব্লকের বিভিন্ন নেতা-নেত্রী ও অসংখ্য কর্মী-সমর্থক। মিছিল যত এগিয়েছে ততই বেড়েছে ভিড়। রাস্তার দু’ধারে অসংখ্য মহিলা ভিড় জমিয়েছিলেন শতাব্দীকে দেখার জন্য। অনেকেই নিজেদের মোবাইল ফোনে শতাব্দীকে ফ্রেমবন্দী করছিলেন। অন্যদিকে গাড়ির ওপর থেকে শতাব্দী ও সুজাতা দু’জনেই রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে ফুল ছুঁড়ে তাঁদের অভ্যর্থনাকে স্বাগত জানান। কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের ডাকে এই রোড শোয়ের আয়োজন করা হয়।
আরামবাগের কালিপুর মোড় থেকে এই রোড শো শুরু হয়, শেষ হয় আরামবাগ বাসদেবপুর মোড়ে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এদিনের জনজোয়ার প্রসঙ্গে সুজাতা খাঁ মন্ডল বলেন, মোদিজীর ২০২১-এ বাংলায় ক্ষমতায় আসার স্বপ্নে আরামবাগ লোকসভার মানুষ জল ঢেলে দিল। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদেরকে দাঙ্গাবাজ মোদিকে হঠাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তাই হুগলি জেলাার প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে জেতাতে হবে। মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হবে। আর বিজেপির জামানত জব্দ করতে হবে। কয়েকদিন আগে আরামবাগ শহরে শুভেন্দু অধিকারী রোড শো করেছিলেন। সে প্রসঙ্গে সুজাতা বলেন, আপনাদের এখানে কয়েকদিন আগে কাঁথি থেকে এক গদ্দার এসেছিল, মীরজাফর এসেছিল। তৃণমূল দুধ-কলা দিয়ে় কালসাপ পুষেছিল তিনি বলেন, মুর্শিদাবাদের মীরজাফরের সমাাধি আছে। সেখানে পায়ে জুতো পরে, থুতু ফেলে ঢুকতে হয়। তিন মাস পর কাঁথির মীরজাফরের রাজনীতি শেষ হয়ে যাবে।
নন্দীগ্রামে দিদির কাছে হেরে জামানত জব্দ হবে। তারপর মনে হয় তার ছবিতে পা দিয়ে মেদিনীপুর ঢুকতে হবে। মুর্শিদাবাদের মীরজাফরের মতই কাঁথির মীরজাফরকে বাংলার মানুষ স্যালুট করবে। কারণ গদ্দার-বেইমানদের জায়গা বাংলাতে নেই। তিনি এদিন মিম-কেও তোপ দাগেন। বলেন, মিম হল বিজেপির বি টিম। ওরা মোদির কাছে টাকা খায়, আর বিভিন্ন রাজ্যে গিয়ে বিজেপি বিরোধী দলকে হারায়। এরা হচ্ছে প্রকৃত বেইমান।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক