সোমালিয়া ওয়েব নিউজ: ওষুধ ইন্ডাস্ট্রিজের জন্য পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়েছিল।সিঙ্গুর বিধানসভার ও চন্ডীতলার কাপাসহারিয়া গ্রাম পঞ্চায়েতের সাহানায়।কিন্ত সেই ইন্ডাস্ট্রিজের পাঁচিল ভেঙে দিল দুষ্কৃতীরা।ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন হুগলি জেলার গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানার পুলিশ।এই ঘটনার পর ওষুধ ইন্ডাস্ট্রিজের মালিক শিব কুমার লাডিয়া ও পঙ্কজ লাডিয়া চন্ডীতলা থানায় শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এছাড়াও তারা হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপারের কাছে,সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর কাজে ও নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।সেখানে ওষুধ ইন্ডাস্ট্রিজের মালিক তথা ডাইরেক্টরা জানিয়েছেন।সিঙ্গুরে ওষুধ ইন্ডাস্ট্রিজের জন্য জমিতে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়েছিল।কিন্ত কাপাসহারিয়া পঞ্চায়েতের এলাকায় আমার ওষুধ ইন্ডাস্ট্রিজের পাঁচিল ভেঙে দেওয়া জন্য মূল্যবান ক্ষতিগ্রস্ত হলাম।এই ভাবে ক্ষতিগ্রস্ত হলে আর শিল্প করা অসম্ভব।এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
More Stories
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১