সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মেদিনীপুর জেলায় রামনগর বিধানসভার অন্তগত হিরাপুর গ্রামে প্রখর ও অত্যধিক গরমে জল না পেয়ে কার্যত রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন এই এলাকার বাসিন্দারা। এদের অভিযোগ এবং মূলত দাবি যেহেতু প্রচন্ড পরিমাণে গরম বাড়ছে তাই একটিমাত্র নলকূপ যার উপর ভরসা করে থাকতে হয় গ্রামবাসীদের।
একমাত্র নলকূপের উপর নির্ভর করে থাকেন পঞ্চাশটি পরিবার। আর সেই নলকূপে এখন জল পড়ছে না। তাই জলের অভাবে সমস্যায় ভুগতে হচ্ছে এই ৫০টি পরিবারকে। সেই সঙ্গে পাশের গ্রাম, দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। সেই জল আনতে হলে লাইন দিয়ে দেড় থেকে দু’ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। কোনও কোনও সময়,পরিস্থির জন্য বাচ্চাদের কেউ জল কিনে এনে খাওয়াতে হচ্ছে। এমনটাই দাবি গ্রামবাসীদের।গ্রাম বাসীরা বলেন প্রকৃতপক্ষে যদি সুস্থ ও স্থায়ী সমাধান না হয় তাহলে তারা ভোট বয়কট করবেন।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক