October 5, 2025

অনেক আগে থেকেই বর্ষার পূর্বাভাস দিল কেন্দ্র

সোমালিয়া ওয়েব নিউজ: এবার বর্ষায় কতটা ভিজতে চলেছে দেশ, জানিয়ে দিল কেন্দ্র।বেসরকারি একটি সংস্থার পূর্বাভাসের পরই কেন্দ্রের তরফে দেওয়া হল পূর্বাভাস। বর্ষা কেমন হবে এবার, কতটা ভিজতে চলেছে দেশ, জানিয়ে দিল মৌসম ভবন।বর্ষা কেমন হবে সে জিজ্ঞাসা গরমের শুরু থেকেই থাকে দেশবাসীর। বিশেষত কৃষক মহলে বর্ষা কেমন হবে তা নিয়ে একটা উৎকণ্ঠা থেকেই যায়। এবার কৃষক সহ গোটা দেশবাসীকে বর্ষা নিয়ে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর মৌসম ভবন।একটি বেসরকারি সংস্থা স্কাইমেট ভারতে কেমন বর্ষা হবে তা নিয়ে তাদের পূর্বাভাস জানানোর পরই মৌসম ভবন জানিয়ে দিল তাদের মতামত। আর তা স্কাইমেটের পূর্বাভাসের সঙ্গে মিলল না।মৌসম ভবনের হাত ধরে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক জানিয়েছে এবার ভারত স্বাভাবিক বর্ষা পাবে। ৬৭ শতাংশ স্থানেই স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষার সম্ভাবনা রয়েছে। যা কৃষক মহলকে স্বস্তি দিয়েছে। স্বস্তি দিয়েছে ভারতবাসীকে।কারণ তার আগেই স্কাইমেটের পূর্বাভাস ছিল এবার বর্ষায় ভারতের একটা বড় অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে চলেছে। কিন্তু একবার যখন সরকারি তরফে পূর্বাভাস সামনে এসেছে তখন সেটা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে সকলের কাছে।

Loading