সোমালিয়া ওয়েব নিউজ: গোটা পৃথিবীজুড়ে বহু প্রজাতির পাখি রয়েছে। যেগুলোর মধ্যে মানুষের মতো কথা বলতে পারা পাখিদের সংখ্যা খুবই কম। সাধারণত শালিক, দোয়েল, কাকাতুয়া, ময়না ও টিয়া পাখিরা হুবহু মানুষের মতো কথা বলতে পারে। যার কারণে অনেকেই বাড়িতে এধরনের পাখি পোষেন। এদের মধ্যে টিয়া পাখি খুবই সুন্দর ও দুর্দান্ত একটি পাখি। যার কারণে টিয়া পাখিকে সব থেকে বেশি বাড়িতে পোষ মানানো হয়। টিয়া পাখি সম্পূর্ণ মানুষের মতো কথা বলতে পারে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই বিভিন্ন টিয়া পাখিদের কথা বলার ভিডিও ভাইরাল হতে থাকে।এর আগে বহুবার টিয়া পাখির কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল হয়েছে। তবে সম্প্রতি আবারও একবার সোশ্যাল মিডিয়ার পর্দায় উঠে এলো দুটো টিয়ার মধ্যে সম্পূর্ণ মানুষের মতো কথোপকথন ও সুন্দর মুহূর্তের একটি ভিডিও। আর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই তা নিমেষে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটির শুরুতে একটি বাড়ির উঠোনের মধ্যে দেখা যাচ্ছে দুটো টিয়া পাখি দাঁড়িয়ে রয়েছে। আর তার সাথেই রয়েছে পাখিদুটোর মালিক।তাঁদের মালিকই যে তাঁদের এই ভিডিওটি করেছেন তা ভিডিওটি দেখে পুরো স্পষ্ট। ভিডিওটিতে দেখতে পাওয়া একটি টিয়া সামনে দাঁড়ানো অন্য একটি টিয়ার সাথে হুবহু মানুষের মতো করে কথা বলছে। শুনতে একটু অবিশ্বাস্য মনে হল এমনটাই ধরা পরেছে ভিডিওটিতে। তাঁদের মালিক একটি পাখিকে ‘মিঠু’ বলে ডাকতেই অপর একটি টিয়াও মিঠু বলে ডাক দেয়। এধরনেরই খুনসুটি ও প্রেম ধরা পরেছে এই ভাইরাল ভিডিওটির মাধ্যমে।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন