October 5, 2025

খুলছে তারকেশ্বর বাবা তারকনাথ মন্দিরের গর্ভগৃহ, ভক্তদের মধ্যে খুশির হাওয়া

সোমালিয়া সংবাদ, তারকেশ্বর:  দীর্ঘ দিনের প্রতীক্ষার অবসান। এবার পুরোপুরিভাবে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে তারকেশ্বর মন্দির। আগামী কাল থেকে গর্ভগৃহে জল ঢালতে পারবেন ভক্তরা। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে গত ১৮ ই মার্চ পুরোপুরি ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দির। পরবর্তীতে ১১ ই এপ্রিল ঘোষণা করা হয়এবছর  গাজন মেলা এবং শ্রাবনী মেলা বন্ধ থাকবে। এরপর ধীরে ধীরে  দেশজুড়ে করোনা পরিস্থিতির উন্নতি হতে থাকে। তার ফলে অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন ধর্মস্থানের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়।

২৩ শে ডিসেম্বর খুলে যায়  পুরীর জগন্নাথ দেবের মন্দির। সরকারি বিধি নিষেধ মেনে  ১লা জুল থেকে বেশ কিছু ধর্মীয় স্থান খোলা হলেও তারাকেশ্বর মন্দির বন্ধ রাখা হয়। পরবর্তী কালে সরকারি করোনা বিধি মেনে সেপ্টেম্বরের চার তারিখ সর্ব সাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হলেও গর্ভগৃহে জল ঢালা নিষেধ ছিল ভক্তদের। সেই নিষেধও এবার তুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী কাল থেকে গর্ভগৃহে জল ঢেলে পুজো র্চনা করতে পারবেন ভক্তরা। তারাকেশ্বর মন্দিরের মহন্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ জানিয়েছেন, করোনা বিধি মেনে আগামীকাল থেকে গর্ভগৃহে জল ঢালতে পারবেন ভক্তরা।

Loading