October 6, 2025

লরি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২, আহত ৩

সোমালিয়ায় সংবাদ, আরামবাগ : মঙ্গলবার সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। লরি ও যাত্রীবাহী বোলোরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। এছাড়াও গুরুতর জখম হয়েছেন আরও তিনজন।  ঘটনাটি ঘটেছে দু’নম্বর রাজ্য সড়কের আরামবাগের কাবলে এলাকায়। মৃতরা হলেন বোলোরো গাড়ির চালক ইসমাইল দালাল (৩৬) ও ঊষা গিরি (৩৪)। ইসমাইলের বাড়ি ওন্দা থানা এলাকায়। ঊষা দেবীর বাড়ি তালডাংরা থানা এলাকার ভালুকা গ্রামে। তিনি স্থানীয় ফুলমতি গ্রাম পঞ্চায়েতের স্বয়ম্ভর গোষ্ঠীর সিএসপি কর্মী। পরিবারে স্বামী ছাড়াও তাঁর দুই সন্তান রয়েছে। জানা গেছে, বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ সহ ইত্যাদি দাবি নিয়ে এদিন ঊষা গিরি, উমা পাল, রুমা মণ্ডল ও মিনা সালুই একটি বোলেরো গাড়িতে করে ভোরের দিকে বাড়ি থেকে বের হন। বাকিরাও সকলেই তালডাংরা থানা এলাকার বাসিন্দা।

ওই গাড়িটি যখন আরামবাগের কাবলে এলাকায় পৌঁছয় তখন উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বোলেরো গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির চালক ইসমাইলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালকের পিছনে বসে ছিলেন ঊষা দেবী। চার জনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষ ও পুলিশ আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে ঊষা দেবীকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। সকলেরই মাথা ফেটেছে। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালের বেডে শুয়ে রুমা মণ্ডল বলেন, একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। বুঝতে পারি কোন কিছুর সঙ্গে সংঘর্ষ হয়েছে। সবকিছু ভেঙেচুরে গেছে।

দেখলাম মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। যন্ত্রণায় কাতরাচ্ছিলাম। তারপর কিছু লোক আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। তার আগেই এই দুর্ঘটনা ঘটে গেল। তাই আর ডেপুটেশন দেওয়া হল না। পাশাপাশি একজন সহকর্মীকে হারাতে হওয়ায় আরও খুব খারাপ লাগছে। এদিকে খবর পেয়ে আরামবাগ মহকুমা হাসপাতালে ছুটে যান আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার। তিনি আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

Loading