সোমালিয়া ওয়েব নিউজ: বাবার সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছিলেন তখনই। ছেলের সেই পোস্ট দেখা মাত্র নিজেকে আটকে রাখতে পারেননি শাহরুখ খান। প্রকাশ্যেই কমেন্ট করেছিলেন।শাহরুখ খানকে পরিচালনা করতে পারা এক কথায় ভাগ্যের ব্যপার। সেই সৌভাগ্য কেরিয়ারের শুরুতেই হল আরিয়ান খানের। ছেলের আবদার রাখলেন কিং খান। বাবাকে পরিচালনা করতে চেয়েছিলেন আরিয়ান বহু আগেই। ইচ্ছেও প্রকাশ করেছিলেন আরিয়ান। তবে এবার সেই স্বপ্নপূরণ হল আরিয়ানের। আর মাত্র ২৪ ঘম্টার অপেক্ষা, ছেলের ফ্রেমে ঠিক কেমন দেখায় শাহরুখকে, তা দেখের জন্য মুখিয়ে আছে সকলেই। বাবাকে নিয়ে বড় প্রজেক্টে এবার নজর কাড়লেন আরিয়ান খান। একঝলক শেয়ারও করে নিলেন ভক্তদের সঙ্গে। যেখানে শাহরুখের চোখ দুটোই যথেষ্ট।একটি নতুন পোশাক সংস্থার হয়ে বিজ্ঞাপন তৈরি করছেন আরিয়ান খান। সেই বিজ্ঞাপনের মুখ শাহরুখ। আর শাহরুখ খানকে নির্দেশনা দিলেন আরিয়ান খান। আগামী ২৪ ঘম্টার মধ্যেই সম্পূর্ণ ভিডিয়োটি সামনে আসবে। তার আগেই আরিয়ানের পোস্ট ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে।
স্টারকিডদের ডেবিউ নিয়ে ভক্তদের বরাবরই কৌতুহল বর্তমান। শাহরুখ খানের সন্তানেরা কবে ডেবিউ করবেন তা নিয়ে প্রশ্নও ছিল বর্তমান। কয়েকমাস আগেই মিলেছিল তার উত্তর। সুহানা খান ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি করেছেন। তবে শত চেষ্টাতেও আরিয়ান খানকে বলিউডে ডেবিউ করাতে পারেননি কেউ অভিনয়ের ক্ষেত্রে। কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় করবেন না। বারে বারে করণ জোহর তাঁর সঙ্গে দেখা করতে আসলেও তিনি এই প্রসঙ্গে মুখ খোলেননি।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল