October 5, 2025

গরম পড়তেই কুলিং জেল ম্যাট্রেসের চাহিদা তুঙ্গে

সোমালিয়া ওয়েব নিউজ: গরম পড়তে না পড়তেই AC এবং Cooler-এর আকাশছোঁয়া চাহিদা শুরু হয়ে যায়। এই গরমে এমনই এক জিনিসের সন্ধান আমরা পেয়েছি,যার জন্য একগাদা টাকা খরচ করতে হবে না। চমৎকার একটি কুলিং ম্যাট্রেস রয়েছে,যার নাম Nexon কুলিং জেল ম্যাট্রেস। অনলাইনে এই কুলিং ম্যাট্রেস আপনি অর্ডার করতে পারবেন।এই গরমে তেমনই এক জিনিসের সন্ধান আমরা পেয়েছি,যার জন্য একগাদা টাকা খরচ করতে হবে না। চমৎকার একটি কুলিং ম্যাট্রেস রয়েছে,যার নাম Nexon কুলিং জেল ম্যাট্রেস। অনলাইনে এই কুলিং ম্যাট্রেস আপনি অর্ডার করতে পারবেন। এই কুলিং ম্যাট্রেসের উপরে রয়েছে আকর্ষণীয় অফার। আপনি যদি এই গদি ক্রয় করেন,তাহলে আপনাকে মাত্র ৭৯৯ টাকা খরচ করতে হবে। কোনও অফার ছাড়া ডিভাইসটির দাম এমনিতে ১,৯৯৯ টাকা। এই কুলিং ম্যাট্রেস এর ভিতরে রয়েছে একটি কুলিং প্যাড। আপনি সুইচ অন করলেই ঠান্ডা বাতাস দিতে থাকে কুলিং প্যাডটি। তবে ডিভাইসটির ভিতরে কোনও ফ্যান নেই। এটি চালানোর সময় কোনও আওয়াজ হবে না। নিঃশব্দেই এই কুলিং ম্যাট্রেস আপনাকে ঠান্ডা বাতাস দেবে। এখন আপনি ভাবতেই পারেন, ফ্যান ছাড়া কীভাবে কাজ করে কুলিং ম্যাট্রেসটি? এটি একটি জেল প্রযুক্তির সাহায্যে কাজ করে,যা মুহূর্তে ম্যাট্রেসকে ঠান্ডা করতে পারে। ম্যাট্রেস ঠান্ডা করার সঙ্গেই সেখানে যিনি ঘুমাচ্ছেন,তিনি ঠান্ডা বোধ করতে পারেন। নেক্সন কুলিং জেল ম্যাট্রেসটি আসলে একটি আদ্যোপান্ত বিছানার চাদর। যে ভাবে আপনি বিছানায় চাদর পাতেন,সেই ভাবেই এই কুলিং জেল ম্যাট্রেসটি বিছানায় পেতে দেবেন। তাতেই আপনার ঘর ঠান্ডা হবে। এই বিছানার চাদর নোংরা হওয়ার সম্ভাবনাও খুব কম। যদি তা নোংরা হয়েও যায়,তাহলে শুকনো কাপড় দিয়েই আপনি পরিষ্কার করে নিতে পারেন।

Loading