October 5, 2025

পশ্চিমবঙ্গের দ্বিতীয় ‘বন্দে ভারত” মাত্র ৬ ঘণ্টায় পুরী

সোমালিয়া ওয়েব নিউজ: খবরটা আগেই ছিল, এবার ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গের (West Bengal) দ্বিতীয় নতুন বন্দে ভারত এক্সপ্রেসের। দ্বিতীয় বন্দে ভারত হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার সাথে সাথেই জল্পনা শুরু হয় কোন রুটে চলবে এই ট্রেন। হাওড়া-পুরী নাকি হাওড়া-রাঁচি, কোন রুটে চলবে এই ট্রেন, তাই নিয়ে রেলপ্রেমী থেকে সাধারণ মানুষ সবাই বেশ কৌতূহলী ছিলেন। কিন্তু অবশেষে রেলের তরফে জানিয়ে দেওয়া হল সমস্ত তথ্য। ট্রেন আসার সাথে সাথে জল্পনা শুরু হয় নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে চলবে নতুন বন্দে ভারত। কিন্ত সমস্ত জল্পনা কাটিয়ে ওঠে ঘোষণা হয় নতুন রুটের। নতুন বন্দে ভারত ছুটবে হাওড়া থেকেই, সেটি  রওনা দেবে পুরীর উদ্দেশ্যে। একইসাথে ট্রেনটির ট্রায়ালের বিষয়েও জানানো হয় রেলের তরফে। ২৮ এপ্রিল অর্থাৎ শুক্রবার হয় ট্রায়াল। আর ট্রায়ালের সময়সারণী ছিল এইরকম: সকাল ৬:১০ এ হাওড়া স্টেশন থেকে ট্রেনটি বের হয়। এরপর তার পরবর্তী গন্তব্য খড়গপুর। সেখানে ৭:৩৮ এ পৌঁছয় বন্দে ভারত এক্সপ্রেস। ২ মিনিটের স্টপেজ খড়গপুরে।
৭:৪০ এর সময় ট্রেনটি খড়গপুর থেকে বেরিয়ে যায় এবং পরবর্তী গন্তব্য ভদ্রক। ৯:৪৮ এ সেখানে পৌঁছায় এবং ২ মিনিটের স্টপেজের পর ৯:৫০ এ ভদ্রক থেকে বেরিয়ে বেলা ১০:২১ এর সময় জাজপুর কেওনঝার রোডে দাঁড়ায়। এরপর ১০:২৩ এর সময় সেখানে থেকে বেরিয়ে কটকে দাঁড়ায় ২ মিনিট। বেলা ১১:০২ এ কটক ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি। এরপর ভুবনেশ্বর পৌঁছায় বেলা ১১:২২ এ। ২ মিনিট সেখানে দাঁড়িয়ে খুরদা রোড জংশন পৌঁছায় ১১:৪০ নাগাদ। পুরী পৌঁছায় বেলা ১২:৩৫। এরপর বেলা ১:৫০ নাগাদ ট্রেনটি বেরিয়ে যায় পুরী থেকে। রাত্রি ৮:৩০ নাগাদ ট্রেনটি আবার হাওড়া পৌঁছয়।

Loading