সোমালিয়া ওয়েব নিউজ: একজন মহিলাকে দেখা গেল তুষার থেকে আইসক্রিম তৈরি করতে। আর তা দেখে তাজ্জব সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, একজন মহিলা মাটিতে পড়ে থাকা কিছু তুষার তুলে একটি বাটিতে রাখছেন। তারপর সেই বরফে মেলালেন সামান্য কনডেন্সড মিল্ক এবং ভ্যানিলা এসেন্স। তাজা বরফ দিয়ে তৈরি এই আইসক্রিম খাওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে হইচই ফেলে দিয়েছে। ভিডিওটি রেকর্ড করা হয়েছে মানালিতে। যেখানে মাঝেমধ্যেই বরফ পড়ে। তবে আপনিও ট্রাই করে দেখতে পারেন এই অভিনব আইসক্রিম মেকিং। নারডি সিস্টারস নামের একটি ফুড ব্লগিং পেজ ইনস্টাগ্রামে এই আশ্চর্যজনক রেসিপিটির ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে আপনি দেখলেন যে কীভাবে একজন মহিলা মাটিতে পড়ে থাকা বরফ ব্যবহার করে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে ফেললেন, আবার খেয়েও ফেললেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কমেন্ট ও শেয়ার করেছেন। কারও কারও আবার এই রেসিপি পছন্দ হয়নি। অনেকেই এই আইসক্রিম শরীরের পক্ষে অস্বাস্থ্যকর বলেছেন।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ