সোমালিয়া ওয়েব নিউজ: ক্রিকেটে তিনি এখন যতটা স্বচ্ছন্দ, ততটাই ক্যামেরার সামনে। সৌরভ গঙ্গোপাধ্যায় এখন অভিনয়েও নিজের দক্ষতার স্বাক্ষর রাখছেন। একের পর এক বিজ্ঞাপনে তাঁর সাবলীল অভিনয় অনেক পেশাদার অভিনেতাকেও ছাপিয়ে যেতে পারে।তেমনই একটি বিজ্ঞাপন করতে গিয়ে সৌরভের সঙ্গে আলাপ হয় মেঘনা মুখোপাধ্যায়ের। পেশায় মডেল এবং অভিনেত্রী মেঘনা তাঁর সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
মেঘনা জানিয়েছেন, তিনি ক্রিকেট ভক্ত। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনয়ের সুযোগ তাঁর কাছে একটা বড় পাওনা। বিজ্ঞাপনের সেটে তাঁর সঙ্গে সৌরভের যে সময় কেটেছে তা তিনি ভুলবেন না।বিজ্ঞাপনে মেঘনা সৌরভের মোনা ডার্লিং। সেই বিজ্ঞাপনের সময় সৌরভ তাঁর সঙ্গে নানা বিষয়ে গল্প করেন। তাঁদের ২ জনেরই লন্ডন ছুটি কাটানোর সেরা গন্তব্য।এদিকে সৌরভ তাঁকে বলেছেন ক্রিকেটের মতই তিনি কি কি বিষয় মাথায় রেখে অভিনয়েও দক্ষ হয়ে উঠেছেন। সৌরভের সঙ্গে দেখা হওয়া এবং আলাপ হওয়ার এই সুবর্ণ সুযোগ তাঁকে সৌরভের আরও বড় ফ্যান করে তুলেছে বলেও জানান মেঘনা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মেঘনার সঙ্গে যে সময়টা কাটিয়েছেন তা মেঘনার মতে কখনও ভোলার নয়।
প্রসঙ্গত পুরনো দিনের হিন্দি সিনেমার ২ চিরদিনের হয়ে ওঠা খলচরিত্রকে সামনে রেখে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। সিনেমায় রবার্ট মোনা ডার্লিংকে ছাড়া থাকতে পারত না। আর বিজ্ঞাপনে সৌরভ সেই রবার্ট হয়েছেন। আর মেঘনা মোনা ডার্লিং।
More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!