October 6, 2025

পুরুলিয়া রঘুনাথপুর রাজ্য সড়কের সম্প্রসারণের কাজ, শ্রমিকদের আন্দোলনে স্তব্ধ

সোমালিয়া ওয়েব নিউজ: প্রায় দুই মাস ধরে রাজ্য সড়ক রঘুনাথপুর থেকে পুরুলিয়ার কাজ শুরু হয়েছে।কিন্তু স্থানীয় শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে না। রোড কর্তৃপক্ষ কে বলেও কোনো লাভ হয়নি তাই শেষে আন্দোলনে যেতে বাধ্য হলেন পাড়া বিধান সভার অন্তৰ্গত লয়াড়া, ঝাপড়া, জবাররা, সাঁকরা গ্রামের শ্রমিকেরা। একটাই দাবি সুদূর বাসীরহাট থেকে আসা শ্রমিকদের অবিলম্বে ফেরত পাঠিয়ে স্থানীয় শ্রমিক দের কাজে নিয়োগ করতে হবে। সেই সাথে কন্ডাক্টরের মনমানি চলবে না, ন্যায্য মজুরি শ্রমিকদের দিতে হবে । এদিন শ্রমিকদের সাথে বালি,চিপস সাপ্লায়াররায়ও আন্দোলনে সামিল হয়েছিলেন এবং তারাও দাবি জানায় একজন কন্ডাক্টর এর কাছে বালি চিপস সাপ্লাই নেওয়া চলবে না। এলাকার সকল স্থরের সাপ্লাই দের কাছ থেকে বালি চিপস নিতে হবে। এই বিষয়ে এক তৃণমূল নেতা বলেন এলাকার এক রুলিং পার্টির নেতা, পার্টির সিম্বল কে ব্যবহার করে বিভিন্ন জায়গায় নীজের আধিপত্য বিস্তার করছেন।
রেলের শিল্পার ফ্যাক্টরি, রেলের কোচ ওয়াশিং ফ্যাক্টরি থেকে এলাকায় বিভিন্ন জায়গায় একজনই সাপ্লায়াই করছেন আর বাকি সাপ্লায়াররা বঞ্চিত হচ্ছেন।এনিয়ে পাড়া ব্লকের তৃণমূলে কংগ্রেস পার্টির সভাপতি উমাপদ বাউরী বলেন সবাই যাতে কাজ পায় তারই বাব্যস্থা করবে তৃণমূল কংগ্রেস এবং তিনি আরও বলেন পার্টির সিম্বল কে যারা ব্যবসায় পরিণত করছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে ।

Loading