সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: একগুচ্ছ দাবিতে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিলেন তারকেশ্বর ব্লকের অধীন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প কর্মীরা। তাঁরা তারকেশ্বর বিডিও অফিসারের হাতে এই স্মারকলিপি তুলে দেন। তাঁরা দাবি করেছেন, কোন রকম শর্ত ছাড়া ৬০ বছর পর্যন্ত তাঁদের কর্ম নিশ্চয়তা দিতে হবে, রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনে তাঁদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই প্রকল্পের কর্মীরা বর্তমানে যে যে পদে আসীন আছে সেই অনুযায়ী তাঁদের বেতন বাড়াতে হবে। এই প্রসঙ্গে এই প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার সন্দীপ দে বলেন, ১০০ দিনের কাজে বিগত চার বছর ধরে রাজ্য সরকার দেশে প্রথম হয়ে আসছে, বিদেশ থেকে পুরস্কার পাচ্ছে। কিন্তু যাদের জন্য এই পুরস্কার তারা আজ বঞ্চিত। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমরা প্রত্যেক বছর দেশের মধ্যে সেরা করছি আপনাকে, আপনার মুখ উজ্জ্বল করছি আমরা, আপনিও সহমর্মিতার সাথে আমাদের বিষয়টি দেখুন এবং আমাদের কর্মের সুনিশ্চিত করুন। পাশাপাশি তিনি এই অভিযোগ করেন যে আমাদের এই প্রকল্পে আগে প্রবীণ কর্মীদের বেতন বৃদ্ধি ছিল।
কিন্তু ২০১৯ সাল থেকে সকল কর্মীদেরকে এক বেতনের মধ্যে আবদ্ধ করা হয়েছে অর্থাৎ যারা ২০০৭ সাল থেকে এই কর্মের সাথে যুক্ত তাঁদেরও বর্তমানে যা বেতন এবং ২০১৯ সালে যাঁরা এই কর্মের সাথে যুক্ত হয়েছে তাঁদেরও একই বেতন। সেই বিষয়টিও কোনভাবে মেনে নেওয়া যায় না। আমাদের এই কর্মকাণ্ড সারা রাজ্য জুড়ে বিভিন্ন বিডিও অফিসের সামনে চলছে এবং আমাদের দাবিদাওয়া পূর্ণ না হলে এই কর্মবিরতি কর্মসূচি চলবে বলে তিনি জানান।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য