সোমালিয়া সংবাদ, খানাকুল : বুধবার থেকে শুরু হল খানাকুলের ঐতিহ্যবাহী রামমোহন মেলা। চলবে ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে এদিন স্থানীয় রঘুনাথপুর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর বিকালে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পুলক চন্দ্র মন্ডল, হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি, মেলা কমিটির সহ সম্পাদক কাজী আলী হাসান প্রমূখ। মেলায় স্টলের সংখ্যা প্রায় ৩০০টি। এই মেলায় ঘুগনি, ফুচকা, চাউমিন, জিলাপি সহ নানান ধরনের দোকান বসেছে। বাচ্চাদের আনন্দের জন্য বসেছে নাগরদোলা।
এই মেলাকে ঘিরে খানাকুল গ্রামের মানুষের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। খানাকুল বাদেও আশেপাশের বহুগ্রাম থেকে মানুষজন এই মেলায় এসে ভিড় জমান। এই প্রসঙ্গে মেলা কমিটির সহ-সম্পাদক কাজী আলী হাসান বলেন, আমরা রামমোহনকে নিয়ে গর্বিত। তাঁর ধ্যানধারণাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই মেলার আয়োজন করেছি। মেলার দিনগুলিতে দুপুর ২.৩০ থেকে রাত্রি দশটা পর্যন্ত নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি