সোমালিয়া সংবাদ, গোঘাট: বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের বিরুদ্ধে আরামবাগ মহকুমা আদালতে মামলা দায়ের করলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার। বুধবার তিনি দলের অন্যান্য কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আরামবাগ আদালতে গিয়ে তিনি মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত বছর ১ ডিসেম্বর গোঘাট থানা সংলগ্ন বকুলতলায় বিজেপির পক্ষ থেকে কৃষিবিলের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়।
সেই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিমানবাবু বলেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার জন্য গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার বিজেপির সদরদপ্তর গিয়েছিলেন। আর তার ভিডিও ফুটেজ তাঁর কাছে আছে। তিনি চাইলে সেই ভিডিও ফুটেজ ভাইরাল করে দিতে পারেন। এই বক্তব্য নিয়ে ওই সময় তীব্র আলোড়ন সৃষ্টি হয়। তবে সঙ্গে সঙ্গেই বিমানবাবুর সেই দাবিকে চ্যালেঞ্জ ছুঁঁড়ে দেন মানসবাবু। তিনি বলেছিলেন, এক সপ্তাহের মধ্যে বিমানবাবুকে ওই ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনতে হবে। না ষহলে তিনি তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবেন। এই মর্মে ৪ডিসেম্বর তিনি বিমানবাবুকে আইনি নোটিশও পাঠান। বিধায়ক মানস মজুমদারের দাবি, তারপর থেকে মাস দুয়েক কেটে গেলেও বিমানবাবু সেই ভিডিও প্রকাশ্যে দেখাতে পারেননি। তাই বুধবার তিনি সরাসরি আরামবাগ মহকুমা আদালতে বিমানবাবুর বিরুদ্ধে মানহানির মামলা করেন। বিধায়ক বলেন, আমার নামে মিথ্যা প্রচার করায় আগেই ওই বিজেপি নেতাকে আইনি নোটিস ধরিয়েছিলাম। কিন্তু, তিনি সেই নোটিসের কোনও উত্তর দেননি। তাই বাধ্য হয়ে এদিন আদালতে মামলা করেছি। ওই বিজেপি নেতা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।
আমার দলবদলের খবর রটানো হয়েছে। এতে আমার ও আমার দল তৃণমূল কংগ্রেসের সম্মানহানি হয়েছে। বিজেপি কখনই সুস্থ রাজনীতি করতে চায় না। যে কারণে ওরা বারবার হিংসা, অশান্তি ও মিথ্যার আশ্রয় নেয়। এবার আদালতেই সেই সত্যি-মিথ্যার প্রমাণ হবে।তবে মামলা হলেও বিমানবাবু এদিনও তাঁর আগের বক্তব্যে অনড় থাকেন। এ প্রসঙ্গে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ বলেন, আমি ওনার আইনি নোটিসের যথাসময় উত্তর দিয়েছিলাম। উনি এখন অস্বীকার করছেন। রাস্তায় বের হওয়ার মতো ওনাদের হাতে কোন ইস্যু নেই। তাই তিনি এইটাকে ইস্যু করে জনগণের কাছে পৌছাতে চাইছেন।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি