সোমালিয়া ওয়েব নিউজ: গায়ে আধুনিকতার নামাবলী ও মুখে আধুনিক বুলির খই ফুটলেও আজও যে আমরা সত্যিকারের সমাজ সচেতন হতে পারিনি তার প্রমাণ প্রতি মুহূর্তে রেখে যাচ্ছি। ব্যক্তিগত বিলাসিতার দিকে নজর দিলেও সমাজের উন্নতির দিকে লক্ষ্য না রেখে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। আমাদের উদাসীনতার জন্য বিশ্ব পরিবেশ দিবস এবছর শুধু সুবর্ণ জয়ন্তী বছরে পদার্পণ করলনা উল্টে তার সচেতনতা বৃদ্ধির জন্য শাখাপ্রশাখা বৃদ্ধি করল। নবীন প্রজন্মকে সচেতন করার জন্য পথে নামতে হলো প্রবীণদের। ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে একটি দৃশ্য দেখা গেল দক্ষিণেশ্বরের আড়িয়াদহে।
এলাকাবাসীদের বিভিন্ন ধরণের দূষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আড়িয়াদহ দক্ষিণেশ্বর নাগরিক সমিতি’-র উদ্যোগে আয়োজিত হয় এক পদযাত্রা। স্থানীয় ‘বাটার বাটারফ্লাই স্কুল’ থেকে শুরু হয়ে এই পদযাত্রা কালাচাঁদ স্কুলমোড়, আদ্যাপিঠ মন্দির সহ এলাকার বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে ৩৪ নং বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। চলার পথে এলাকাবাসীদের বৃক্ষরোপণ, পানীয় জলের অপচয় রোধ, যত্রতত্র আবর্জনা না ফেলা প্রভৃতি বিষয় সম্পর্কে সচেতন করা হয়।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক