October 5, 2025

পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই হানায় রাজনৈতিক গন্ধ পাচ্ছেন ফিরহাদ হাকিম

সোমালিয়া ওয়েব নিউজ: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় হঠাৎ-ই বিশেষ সক্রিয় হয়ে ওঠে সিবিআই। সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দপ্তরে হানাও দিতে দেখা যায় সিবিআই আধিকারিকদের। সূত্রে খবর, একযোগে রাজ্যের মোট ১৪টি পুরসভায় পৌঁছন সিবিআই-এর একদল আধিকারিক।সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এই সিবিআই হানার রাজনীতির গন্ধ পাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের এই সিবিআই হানা নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘পুরোটাই রাজনীতি।’ পাশাপাশি তিনি এও জানান, তিনি জানেন না কী উদ্দেশ্যে এ দিনের হানা। তবে ত্রাস তৈরির চেষ্টা চলছে বলে কটাক্ষ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এই প্রসঙ্গে ফিরহাদ এও বলেন, ‘যে দোষ করেছে সে শাস্তি পাবে।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘পুলিশ শেষ কথা বলবে নাকি মানুষ শেষ কথা বলবে। এটাই এখন আসল সমস্যা। আমরা যদি অন্যায় না করে থাকি তাহলে কে শাস্তি দেবে আমাদের! শিক্ষায় যেমন হয়েছে, সবাই অন্যায় করেছে, সবাই টাকা নিয়েছে ব্যাপারটা তো এমন নয়। যে দোষ করেছে সে শাস্তি পাবে। চুঁচুড়া পুরসভায় নিয়োগে অনিয়ম দেখেছিলাম। সেটা বাতিল করেছি। কোন পুরসভায় কী হয়েছে সেটা তো মন্ত্রীর জানার কথা নয়।’

Loading