সোমালিয়া ওয়েব নিউজ: সোশ্যাল মিডিয়ার দৌলতে কোন খবরই আজকাল আর চাপা পড়ে থাকে না। সম্প্রতি এক প্রেমের খবর জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। সেই প্রেমের সম্পর্ক আর কারো নয় গায়িকা অনন্যা চক্রবর্তীর। অনন্যা চক্রবর্তী গায়িকা হিসেবে যথেষ্টই জনপ্রিয়। শুধুমাত্র বাংলা রিয়েলিটি শোতেই যে তিনি জনপ্রিয় হয়েছেন তাই নয়, নিজের প্রতিভার জোরে তিনি আজকে জাতীয় স্তরেও যথেষ্ট পরিচিত। সত্যিকারের প্রতিভা সবরকম বাধা বিপদ থেকে অতিক্রম করে খুব সহজেই শীর্ষস্থানে পৌঁছে যায়। আর অনন্যা হল সেরকমই এক প্রতিভার অধিকারী।তবে বর্তমানে গানের দুনিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অনন্যা চক্রবর্তী বেশ সুপরিচিত একটি নাম। শুধু তাই নয়, প্রায়ই তাকে দেখা যায় নানা রকম সামাজিক সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। গায়িকা অনন্যা চক্রবর্তী সামাজিক সমস্যাতে সরবও হয়েছেন বহুবার। তার এই কার্যকলাপ তাকে যেমন প্রশংসা দিয়েছে, তেমন এর কারণে সমালোচনাও পেয়েছেন অনেক।এই অনন্যা চক্রবর্তী প্রেমের সম্পর্ক এখন হট নিউজ। তার জীবনে এখন শুধুই বসন্ত। জানেন কি অনন্যার মনের মানুষ কে? গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রেমিকের সঙ্গে মিষ্টি মধুর ছবি দেখতে পাওয়া যাচ্ছে। অনন্যা চক্রবর্তীর প্রেমিক পেশায় একজন খেলোয়াড়। গায়িকার প্রেমিকের নাম হল বিশাল সিং। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলে বোঝা যাবে যে তিনি একজন স্পোর্টস পারসন।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল