সোমালিয়া ওয়েব নিউজ: বারংবার নিজের নানান রকম প্রশংসনীয় উদ্যোগের কারণে জনসাধারণের মন জিতেছেন নবীন পট্টনায়ক কিছুদিন আগেই করমন্ডল ট্রেন দুর্ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে তার ভূমিকা প্রশংসিত হয়েছিল। শুধুমাত্র পূর্ব ভারতেই নয়, নিজের মার্জিত ব্যবহার, পরিমিত বাচনভঙ্গি ও কঠিন সময়ে নেওয়া নানা প্রশংসনীয় সিদ্ধান্তের কারণে তিনি গোটা ভারতেই জনপ্রিয়। এবার ভারতীয় ফুটবল দলকে বিশেষ উপহার প্রদান করে সকলের মন জেত লেন তিনি। সুনীল ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল ২-০ ফলে লেবাননকে হারিয়ে নিজেদের দ্বিতীয় ইন্টার কন্টিনেন্টাল কাপের শিরোপা জিতে নিয়েছে। নাওরেম মহেশ, নিখিল পূজারী, লালরিনজুয়ালা ছাঙতের অসাধারণ ফুটবল দক্ষতা মন জিতে নিয়েছে ভারতীয় ফুটবলপ্রেমীদের। এছাড়া ফাইনালে গোল করে এবং করিয়ে ম্যাচের নায়ক হয়েছেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী।ভানুয়াতু, মঙ্গোলিয়াদের মত পিছিয়ে থাকা ফুটবল দেশগুলির বিরুদ্ধে এই প্রতিযোগিতা জয় যে ভারতের জন্য বিশাল বড় কোনও অর্জন, এমনটা বলা যাবে না। কিন্তু তা সত্ত্বেও ওড়িশার মাটিতে আয়োজিত এই টুর্নামেন্ট জয়ের পর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ভারতীয় দলকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলকে এক কোটি টাকার আর্থিক পুরস্কার দেবেন বলে অঙ্গীকার করেছেন।
![]()

More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!