সোমালিয়া ওয়েব নিউজ: গত ১৫ জুন থেকে খুশির মেজাজে মেতে উঠেছিল দেওল পরিবার। মুম্বাইতে তাদের বিশাল বাড়িটিকে অনুষ্ঠানের সাজে সাজিয়ে তোলা হয়েছিল। তারপর গত ১৭ জুন বিবাহের বন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা সানি দেওল -এর পুত্র করণ দেওল ও দৃশা আচার্য। দেওল পরিবারের এই খুশির মুহুর্তে উপস্থিত ছিলেন বলিউড-এর জনপ্রিয় তারকারা।
উপস্থিত অতিথিদের তালিকায় নাম ছিল সলমন খান আমির খান সঞ্জয় দত্ত দীপিকা পাড়ুকোন ছাড়াও অনেকের। অন্যদিকে, কনিষ্ঠ পুত্র রাজবীরের সঙ্গে দেখা গিয়েছিল অভিনেতা সানি দেওলকে। তবে এদিন সকলের নজর ছিল সানি দেওলের স্ত্রী পূজা দেওল এর উপর।কারণ বহুদিন পর আবার ক্যামেরার সামনে আসতে দেখা গেল তাকে। বরাবরই প্রচারের আলো থেকে দূরেই থাকতে দেখা গিয়েছে পূজাকে। কিন্তু ছেলের বিয়ে উপলক্ষে প্রকাশ্যে আসতে দেখা গেল তাকে। যদিও অন্যদের মত ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়নি তাকে। তবে ছেলের বিয়ের পর ছেলে এবং পুত্রবধূকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন তিনি।
কিন্তু সকলেরই প্রশ্ন কেন ক্যামেরার আড়ালে থাকতে পছন্দ করেন তিনি? এখানে বলে রাখা দরকার, সানি স্ত্রীর আসল নাম কিন্তু পূজা নয়, তার আসল নাম লিন্ডা দেওল। তার জন্ম ব্রিটেনে। পূজার মা ছিলেন ব্রিটিশ আর বাবা ছিলেন ভারতীয়। ১৯৮৩ সালে যখন সানি দেওল ‘বেতাব’ ছবিতে অভিনয় করার সময় অভিনেত্রী অমৃতা সিং এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন সানি দেওল।
কিন্তু এই সম্পর্ক জানাজানি হওয়ার পরেই সানি বিয়ে করেছিলেন পূজাকে। যদিও নিজের বিয়ের কথা প্রথমে মেনে নেননি সানি। ১৯৯০ সালে সানি আর পূজার প্রথম সন্তান করণ জন্মগ্ৰহণ করেন। তারপর থেকে পূজাও লন্ডনে থাকতে শুরু করেন।
এক সময় তাদের বিবাহবিচ্ছেদের খবর শোনা গিয়েছিল। কিন্তু কখনও সানির সঙ্গে দেখা যায়নি পূজাকে। এই প্রথমবার ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গেল স্বামী-স্ত্রীকে। তবে লাইমলাইটে না আসলেও লেখালেখিকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন পূজা। সুপারহিট ছবি ‘ইমলা পাগলা দিওয়ানা’ চিত্রনাট্য লিখেছিলেন তিনি।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল