সোমালিয়া ওয়েব নিউজ: ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে সানি দেওল ও অমিশা প্যাটেলের ছবি ‘গদর ২’। মুক্তির আগে ছবির প্রচারণায় ব্যস্ত দুই অভিনেতা। এদিকে ছবিটির প্রচারে শনিবার আটারি-ওয়াঘা সীমান্তে পৌঁছেছেন তাঁরা। শনিবার ইনস্টাগ্রামে একটি পাপারাৎজ্জো অ্যাকাউন্ট থেকে তাঁদের ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
উদিত নারায়ণ গেয়েছেন ‘গদর’-এর গান।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে সানি দেওল, আমিশা প্যাটেল এবং গায়ক উদিত নারায়ণ। গায়ক গদর: এক প্রেম কথা-র ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ এবং ‘ঘর আজা পরদেশি’ গান দুটি গেয়েছেন। সানি এবং অমিশাও উপস্থিত দর্শকের সঙ্গে গানের তালে তাল মিলিয়েছেন। উদিত একটি জলপাই সবুজ রঙের শার্ট এবং একটি ম্যাচিং জ্যাকেট এবং প্যান্ট পরে রয়েছেন। আরও পড়ুন: বুকচেরা গোলাপি পোশাকে উন্মুক্ত বক্ষবিভাজিকা, ‘বার্বি’ ম্যাজিক ছড়ালেন পূজা।অমিশা এবং সানি দেশি পোশাক পরেছেন। নীল স্যুটে দেখা মেলে অভিনেত্রীর। একটি হলুদ কুর্তা, সাদা পাজামা বেছে নিয়েছিলেন সানি। অভিনেতা মাথায় পরেছেন জলপাই সবুজ পাগড়ি। সংবাদ সংস্থা এএনআই-এর মতে, বিটিং রিট্রিট অনুষ্ঠানের পরে সহ-অভিনেতারা ভাংড়া পরিবেশন করেছিলেন।২২ বছর পর রুপোলি পর্দায় ফিরছে তারা আর সাকিনার প্রেম কথা! সানি দেওল এবং অমিশা প্য়াটেল অভিনীত ‘গদর: এক প্রেম কথা’ হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম ব্যবসা সফল ছবি। ২০০১ সালে মুক্তি পেয়েছিল পরিচালক অনিল শর্মার এই ফিল্ম। এবার ছবির সিকুয়েল নিয়ে ফিরছে জুটি। গদর ছবির ছোট্ট জিতে ওরফে চরণজিৎ-এর ভূমিকায় (তারা ও সিনার ছেলে) অভিনয় করা উৎকর্ষ শর্মাও থাকছেন এই ছবিতে। পরিচালক অনিল শর্মার পুত্র উৎকর্ষ।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল