October 5, 2025

আরামবাগ ও পুরশুড়ায় ‘দিদির দূত’ তথা তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ

সোমালিয়া সংবাদ, আরামবাগ:‌  সার্কাস আসে শীতকালে। শীতকাল চলে যায়, সার্কাসও চলে যায়। সার্কাসে এখন বন্য প্রাণী নিয়ে নতুন আইন আছে। বাঘ-সিংহের খেলা দেখানো যায় না। তার বদলে জোকার, কাকাতুয়া আর টিয়া পাখি। একটা আদি বিজেপি, একটা তৎকাল বিজেপি, আর একটা ঘুরতে ঘুরতে আসা পরিযায়ী বিজেপি। শীতকাল চলে যাবে আর সার্কাসের তাঁবুও উঠে যাবে। এপ্রিল-মে মাসে গরম পড়বে। উপরে সূর্যদেব থাকবেন। আর সেই সূর্যকে সাক্ষী রেখে নবান্নে ফিরে আসবে, বাংলায় ফিরে আসবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার। বুধবার আরামবাগের মুথাডাঙ্গায় এক জনসভায়  এই মন্তব্য করেন ‘দিদির দূত’ তথা  তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। এদিন বিকেলে আরামবাগের মুথাডাঙ্গা মাঠে ঝির ঝিরে বৃষ্টির মধ্যেও তিনি সভা করেন। সেই বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ এদিন এই সভায় উপস্থিত ছিলেন। তিনি ছাড়াও এখানে উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পুরপ্রশাসক স্বপন নন্দী, তৃণমূল ব্লক সভাপতি পলাশ রায় প্রমুখ।  এই সভা থেকে কুনাল ঘোষ কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন।   এদিন কুণাল ঘোষ বলেন, আমাদের একটাই চ্যালেঞ্জ, বাংলার মসনদে সারা ভারতকে দেখিয়ে দিতে হবে, নরেন্দ্র মোদী-অমিত শাহ তোমরা যত লোককেই পাঠাও, তোমাদের সম্মিলিত ক্ষমতা বাংলার সীমানায় এসে আটকে যাবে। তারপর থেকে শুরু হবে তৃণমূল কংগ্রেসের জমি, মমতা ব্যানার্জির জমি। কমপক্ষে ২২৫ টা আসন নিয়ে এবারের বিধানসভা নির্বাচনে আবার তৃণমূল সরকার গড়বে। কুনাল ঘোষ এদিন উপস্থিত কর্মী-সমর্থকদের বলেন, আপনারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। বিজেপিকে ভয় পাবেন না। ওদের কোন প্ররোচনায় পা দেবেন না। আমরা উন্নয়নের কথা বলে মানুষের কাছে যাব। ওরা গন্ডগোল চাইবে। ওদের কোন প্ররোচনায় পা দেবেন না। মানুষের কাছে যান। মানুষকে বোঝান। এমনভাবে কাজ করুন যেন বিজেপির তাদের জেতা বুথেও  এজেন্ট দিতে না পারে। কুনাল ঘোষ বলেন, যে জায়গাগুলো তৃণমূলের দুর্গ সে জায়গায় একশোবার যাচ্ছি। কিন্তু যে জায়গাগুলোয় বিজেপি কিছু ভোট পেয়েছিল সেই জায়গাতেও যাব। মানুষের কাছে হাতজোড় করব। ভুল স্বীকার করে নেব। বিজেপির সমালোচনা করব। আর আমরা দেখিয়ে দেব যেখানে বিজেপির লিড ছিল কিভাবে সেখানে বিজেপির জামানত জব্দ করে মমতা ব্যানার্জির সমর্থনে তৃণমূলের জয় তুলে আনতে হয়। ২০২১-এ করোনা চলে যাবে। বিজেপি হেরে যাবে। আর মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার বাংলায় শপথ নেবে। তিনি বলেন, বিজেপি বলছে কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার চায়। ওদের বলে দিন, ওটা ডবল ইঞ্জিন সরকার নয়, ডবল চুল্লির শ্মশানের কথা বলছে। তোমরা যে শ্মশানটা দেখেছো উত্তরপ্রদেশে, যে শ্মশানটা গুজরাট দেখেছো। কখনও হিন্দু-মুসলমান কখনও হিন্দুদের মধ্যে উঁচু জাত নিচু জাতের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে। উত্তরপ্রদেশে সন্ধ্যের পর মহিলারা নিরাপদে বের হতে পারে না। ওরা আবার বলছে ডবল  ইঞ্জিন সরকার। তিনি বলেন, মুকুল রায়, শুভেন্দু অধিকারি, শোভন চট্টোপাধ্যায় তোমরা গেছ সিবিআই আর ইডির ভয়ে। সিবিআইয়ের যদি দম থাকে, কেন্দ্রীয় সরকারের যদি চক্ষু লজ্জা বলে কোন জিনিস থাকে তাহলে মুকুল রায়কে গ্রেপ্তার করে জেলে ঢোকাও। তার পরের কথা পরে বিচার হবে। এছাড়াও এদিন এর আগে পুরশুড়ার শ্রীরামপুর এলাকায় কুনাল ঘোষ একটি সভা করেন। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মেহেবুব রহমান, তৃণমূল ব্লক সভাপতি কিংকর মাইতি প্রমুখ। 

Loading