October 5, 2025

কুকথার ফুলঝুরিতে দূষিত বাংলার সংস্কৃতি

সারা বছরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের কথায় নানারকম কুকথা  উঠে আসে। যা বাংলার সংস্কৃতির সঙ্গে মেলে না। একসময় ডাঃ বিধানচন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র সেনের মত রাজনীতিবিদদের সময় বাংলায় যে সংস্কৃতির প্রচলন ছিল এখন তা কল্পনা করাও কঠিন। তাই মাঝে মাঝেই দেখা যায় মঞ্চে উঠে বা সাংবাদিক সম্মেলনে একদলের নেতা-নেত্রীরা অপর দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে কুভাষা প্রয়োগ করছেন। এমনকি প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের মত পদাধিকারীদের বিরুদ্ধেও উল্টোপাল্টা বলতে অনেকেরই মুখ কাঁপছে না। আর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে কুকথার প্রয়োগের প্রতিযোগিতা যেন বেড়েই চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতা-নেত্রী অপর দলের কিছু বিশেষ নেতা-নেত্রীদের সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করছেন। যা  আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায় না।  ওই সমস্ত শব্দ প্রয়োগ করে  তাঁরা হয়তো বারবার সংবাদ শিরোনামে আসছেন।  কিন্তু তাঁরা একবারও বুঝতে পারছেন না  সাধারণ মানুষের চোখে তাঁরা কত ছোট হয়ে যাচ্ছেন।  তাই বাংলার সংস্কৃতির স্বার্থে এমনকি নিজেদের  ভাবমূর্তি ধরে রাখতে এখনই এইসব কুকথার  ব্যবহার বন্ধ করা প্রয়োজন। নাহলে আগামী দিনে গুজরাটিদের হাত ধরে নয়, এই বাংলারই  ওই বিশেষ কয়েকজন নেতা-নেত্রীদের মুখনিঃসৃত বাণীতেই শেষ হয়ে যাবে বাংলার সংস্কৃতি।

Loading